শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ থানায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৪ এপ্রিল ৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া ছাত্রীর শ্লীলতাহানির ও ধর্ষণের ঘটনায় বিলোনিয়া মহিলা থানায় পকসো আইনে মামলা গৃহিত হয়েছে৷ অভিযুক্ত শিক্ষকের নাম দিলীপ নমঃ৷

জানা যায় বৃহস্পতিবার সকালে নবম শ্রেণির এক ছাত্রী গৃহ শিক্ষকের বাড়িতে পড়তে গিয়েছিল৷ সহপাঠীরা আসার আগেই গৃহ শিক্ষকের বাড়িতে গেলে গৃহ শিক্ষক কুকর্ম সংগঠিত করে৷ ছাত্রীটি বাড়িতে ফিরে ঘটনাটি অভিভাবকদের জানায়৷ এ ব্যাপারে অভিযুক্ত গৃহ শিক্ষকের বিরুদ্ধে বিলোনিয়া মহিলা থানায় মামলা দায়ের করা হয়েছে৷ অভিযুক্ত গৃহ শিক্ষক ঘটনার পর থেকে পলাতক৷ জানা যায়, গৃহ শিক্ষকের স্ত্রী এবং সন্তান লকডাউনের ফলে কলকাতায় আটকে রয়েছে৷ ছাত্রীকে একা পেয়েই সে এই কুকর্ম সংগঠিত করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *