বেঙ্গালুরু, ২৪ এপ্রিল(হি.স.) : দিন দিন বাড়ছে কোরোনা সংক্রমণ। মারণ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই আবার বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা । কিন্তু তাও হুঁশ ফেরেনি অনেকের । তাই এই লকডাউন অমান্যকারীদের অভিনব শাস্তি দিল পুলিশ। কর্নাটকের কোপ্পাল জেলার অশোকা সার্কেলে লকডাউনের নিয়ম অমান্য করে এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখলেই তাঁদের পাকড়াও করে চটের বস্তার তৈরি পিপিই আর মাস্ক পরানো হল।
লকডাউনের মাঝেই কর্নাটকের কোপ্পাল জেলার অশোকা সার্কেলে বেশ কয়েকজনকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল । তড়িঘড়ি তাঁদের পাকড়াও করে পুলিশ । তারপর চটের বস্তার তৈরি পিপিই আর মাস্ক পরানো হয় তাঁদের ।এবিষয়ে পুলিশের এক আধিকারিক বলেন, “এই শাস্তির মাধ্যমে একটি বার্তা দেওয়া হয়েছে । এই কোরোনা পরিস্থিতিতে যাঁরা সামনে দাঁড়িয়ে লড়ছে তাঁদের কত সমস্যা সেটা বোঝা উচিত সাধারণ মানুষের । যখন একজন স্বাস্থ্যকর্মী পিপিই পরে থাকেন তখন তাঁর কতটা সমস্যা হয় সেটা জানা উচিত একজন সাধারণ মানুষের ।”বেশ কিছুক্ষণ চটের পিপিই পরে থাকার পর এক ব্যক্তি বলেন, “এটি আমরা ১৫ মিনিট পরে থাকতে পারছি না । কিন্তু পুলিশ আর চিকিৎসকরা দিনরাত কাজ করে চলেছেন। সবাইকে বলতে চাই দয়া করে বাইরে যাবেন না । সামাজিক দূরত্ব বজায় রাখুন ।”