নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল ৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ উজান অভয়নগরে সোমবার দুপুর নাগাদ ফাঁসিতে আত্মহত্যা করেছে এক যুবক৷ তার নাম বিজয় বণিক৷ বাবার নাম মন্টু বণিক৷
জানা যায়, পারিবারিক কলহের জেরেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷ পারিবারিক সূত্রে জানা গেছে, বিজয় বণিক তার মায়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বিবাদে লিপ্ত হয়৷ এরই জের ধরে সোমবার দুপুরে সে ফাঁসিতে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচেছ৷ বিজয় বিবাহিত৷ তার তিন বছরের একটি পুত্রসন্তানও রয়েছে৷ তার স্ত্রী সোমবার সকালেই বাপের বাড়িতে গিয়েছিল৷ সেই সুযোগেই সে নিজ বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা করে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে৷ মৃতদেহটি ময়না তদন্তের জিবি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷