নয়াদিল্লি ৭ এপ্রিল (হি. স.): করোনায় আক্রান্ত প্রতিবেশী দেশগুলি এবং মারণ এই রোগে সব থেকে বেশি আক্রান্ত দেশগুলিকে সীমিত পরিমাণে প্যারাসিটামল ও হাইড্রোক্লোরকুইন (এইচ সি কিউ) দেওয়া সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই খবরের সত্যতা কথা স্বীকার করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, করোনা মোকাবিলায় মানবিক দৃষ্টিকোণ থেকে ভারত তার প্রতিবেশী দেশগুলিকে তাদের চাহিদা অনুসারে সীমিত পরিমাণে প্যারাসিটামল ও এইচ সি কিউ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি যে সকল দেশ করোনা সবথেকে বেশি বিপর্যস্ত তাদেরকেও এগুলি দেওয়া হবে।
দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, দেশের অভ্যন্তরে চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত দিক বিচার বিবেচনা করে ওষুধের রফতানি ওপর থেকে কিছু পরিমাণ নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। দেশের চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত পরিমাণে ওষুধ মজুদ করেই ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলি বিদেশে ওষুধ রপ্তানি করতে পারবে। পাশাপাশি এই বিষয়ে সংবাদ মাধ্যম যাতে কোনো রকমে বিভ্রান্তি ছড়াতে না পারে তারও আর্জি জানানো হয়েছে।