নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮মার্চ৷৷ বহিঃরাজ্যে অবস্থানরত দেড় শতাধিক ত্রিপুরার নাগরিককে সহায়তায় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ শনিবার মুখ্যমন্ত্রী নিজের টুইটার এবং ফেসবুক অ্যাকাউন্ট থেকে বহিঃরাজ্যে অবস্থানরতদের সহায়তায় গঠিত টিমের এক সদস্যের নম্বর প্রচার করেছেন৷
গতকালই ওই টিম গঠন করা হয়েছিল৷ ইতিমধ্যেই ত্রিপুরার নাগরিকরা যোগাযোগ শুরু করেছেন৷ মূলত, করোনা ভাইরাসের কারণে দেশে লকডাউন চলছে৷ তাই, ত্রিপুরার প্রচুর মানুষ বহিঃরাজ্যে সমস্যায় পড়েছেন৷
এ-বিষয়ে পরিবহণ সচিব এল ডারলং বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ত্রিপুরার নাগরিকরা ক্রমাগত যোগাযোগ করছেন৷ তাঁরা ত্রিপুরা সরকারের সহযোগিতা চেয়েছেন৷ তিনি বলেন, ২১ দিনব্যাপী গোটা দেশে লকডাউনের ফলে ত্রিপুরার নাগরিকরা বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন৷ তাঁদের এখন ত্রিপুরায় ফিরিয়ে আনা সম্ভব নয়৷ কিন্তু, সাময়িক মাথা গোঁজার ঠাঁই ব্যবস্থা করা হচ্ছে৷
তাঁর কথায়, পশ্চিমবঙ্গ, গুয়াহাটি, আপার অসম, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং বেঙ্গালুরু থেকে মানুষ যোগাযোগ করছেন৷ তিনি বলেন, আগ্রায় বেড়াতে গিয়ে ত্রিপুরার ৪৮ জন পর্যটক হোটেলে আটকে পড়েছেন৷ ত্রিপুরা সরকার তাদের সহায়তার জন্য উত্তরপ্রদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে৷ তেমনি, পশ্চিমবঙ্গে ত্রিপুরার ১০ জন নাগরিক আটকে রয়েছেন৷ তাঁদের কলকাতা ত্রিপুরা ভবনের সাথে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে৷ তিনি আরও বলেন, অসমে ২১ জন ত্রিপুরার রেল যাত্রী আটকা পড়েছেন৷ ভারতীয় রেল তাঁদের থাকার ব্যবস্থা করেছে৷
তাঁর দাবি, গুয়াহাটি, হায়দরাবাদ এবং তেলেঙ্গানায় কর্মরত ত্রিপুরার নাগরিক অনেকেই আটকে পড়েছেন৷ তাঁদের সাথেও যোগাযোগ করা হচ্ছে৷ তাছাড়া, দেশের অন্যান্য প্রান্তে অবস্থানরত ত্রিপুরার নাগরিকরাও সমস্যায় পড়ে যোগাযোগ করছেন৷ তাঁদের তালিকা তৈরি হচ্ছে৷ সেই মতো ব্যবস্থাও নেওয়া হবে৷ তিনি বলেন, এখন পর্যন্ত প্রায় ১৫০ জন ত্রিপুরা সরকারের সাথে যোগাযোগ করে সাহায্য চেয়েছেন৷ তাঁদের সব ধরনের সহায়তা করা হচ্ছে৷ তবে ওই সংখ্যা ক্রমশ বাড়বে৷
প্রসঙ্গত, গতকাল ত্রিপুরা সরকার পরিবহণ সচিবের নেতৃত্বে তিন সদস্যকে নিয়ে একটি কমিটি গঠন করেছে৷ ওই কমিটি বহিঃরাজ্যে অবস্থানরত ত্রিপুরার নাগরিকদের নানা সমস্যা সমাধানে সমস্ত পদক্ষেপ নেবে৷ আজ মুখ্যমন্ত্রীও সোশ্যাল মিডিয়ায় আবেদন জানিয়েছেন, যে কোনও সমস্যায় সরকারের সাথে যোগাযোগ করুন৷ সব ধরনের সহায়তায় হাত বাড়িয়ে দেবে ত্রিপুরা সরকার৷

