নয়াদিল্লি, ২৮ মার্চ (হি. স.): করোনা পরিস্থিতি নিয়ে চার রাজ্যের দলীয় সভাপতিদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং – এর মাধ্যমে বৈঠক করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। এছাড়াও শনিবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন ওই চার রাজ্যের দলের সংগঠনিক পদে থাকা নেতা কর্মীরা। করোনা পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য পশ্চিমবঙ্গ, তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকের দলীয় রাজ্য সভাপতিদের সঙ্গে বৈঠক করেন জগৎ প্রকাশ।
বৈঠকে দলের এক কোটি কর্মীদের কাছে দেশের গরিব পাঁচ কোটি জনগণের কাছে খাবার ও ত্রাণ পৌঁছিয়ে দেওয়ার আহ্বান করেন তিনি। পাশাপশি করোনা রোধে কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্য সরকারগুলোর উদ্যোগের কথা সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য বলেন। কেন্দ্র যে ৪০ হাজার ভেন্টিলেশন যন্ত্র কিনতে চলেছে সেই কথাও বৈঠকে উঠে আসে পাশাপশি ওষুধের উৎপাদন বাড়ানোর জন্য ১৪ হাজার কোটি টাকা যে ধার্য করা হয়েছে তাও বলেন তিনি।

