নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮মার্চ৷৷ পথের কুকুর-বিড়ালদের খাবারের ব্যবস্থা করার জন্য দুটি সামাজিক সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ১৫ দিনের জন্য বিভিন্ন স্থানে পথের কুকুর-বিড়ালদের খাবারের ব্যবস্থা করবে ওই দুইটি সংস্থা। পশ্চিম ত্রিপুরার জেলাশাসক এ-বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছেন। পশম এবং কে-৯ সামাজিক সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে ত্রিপুরায় লকডাউন চলছে। স্বাভাবিকভাবে হোটেল কিংবা বাড়িঘরের উচ্ছিষ্ট খাবার বাইরে ফেলা হচ্ছে না। বিশেষ করে হোটেলগুলি বন্ধ হয়ে যাওয়ায় পথের কুকুর-বিড়ালগুলি খাবার পাচ্ছে না। এতে তাঁরা না খেয়ে মারা যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডা. সন্দীপ মাহাত্মে এন এক বিজ্ঞপ্তি জারি দুটি স্বেচ্ছা সেবী সংস্থাকে কুকুরের খাবার ব্যবস্থা করার দায়িত্ব দিয়েছেন। পথের কুকুর বা বিড়াল ওই সংস্থার দায়িত্বে খাবার পাবে। অবশ্য এ-ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে ৯ এপ্রিল পর্যন্ত নেড়ি কুকুর এবং বিড়ালগুলির খাবারের ব্যবস্থা করবে পশম এবং কে-৯ স্বেচ্ছাসেবী সংস্থা। এক্ষেত্রে তাদের ৮টি করে টিম গঠন করতে হবে। প্রত্যেক টিমে দু জন করে স্বেচ্ছাসেবক এবং ১-টি দ্বিচক্র যান ব্যবহার করা যাবে। শুধু তা-ই নয়, এই কাজ করার সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তাদের চলাফেরার জন্য বিশেষ ছাড়পত্র দেওয়া হয়েছে।

