এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতকে প্রথম সোনা এনে দিলেন সুনীল কুমার

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.):  : এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে প্রথম পদক পেল ভারত। এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ৮৭ কেজি গ্রেকো রোমান বিভাগে সোনা জিতলেন সুনীল কুমার। তিনি ফাইনালে হারালেন কিরগিজস্তানের আজাত সালিদিনভকে।

সেমি-ফাইনালে কাজাকস্তানের আজামত কুস্তুবায়েভের বিরুদ্ধে দুরন্ত লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছিলেন সুনীল। একসময় তিনি ১-৮ ফলে পিছিয়ে পড়েছিলেন। সেখান থেকে অসাধারণ প্রত্যাবর্তন ঘটিয়ে টানা ১১ পয়েন্ট ছিনিয়ে নিয়ে ফাইনালে ওঠা নিশ্চিত  করেন তিনি। এরপর ফাইনালেও জয় পেলেন তিনি। গত বছরও তিনি ফাইনালে উঠেছিলেন। কিন্তু তাঁকে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবার দেশকে সোনা এনে দিলেন তিনি।

প্রসঙ্গত, ২৭ বছর পর গ্রেকো রোমান বিভাগে সোনা জিতলেন কোনও ভারতীয়। এর আগে ১৯৯৩ সালে এই বিভাগে সোনা জিতেছিলেন পাপ্পু যাদব। তারপর এতদিন সোনা অধরাই ছিল ভারতের। আজ সেই খরা কাটল। সেইসঙ্গে এবারের এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে প্রথম পদক পেল ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *