১৬ মে থেকে রাজ্যে এনপিআর প্রক্রিয়া শুরু হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী৷৷ এনপিআর প্রক্রিয়া শুরু হচ্ছে৷ আগামী ১৬ মে থেকে ৪৫দিন ব্যাপী চলবে এই প্রক্রিয়া৷ প্রথম পর্য্যায়ে আবাসন সুমারীর কাজ সম্পন্ন করা হবে৷ এর ভিত্তিতে ২০২১ সালে জনগণনা শুরু হবে৷


জাতীয় জনসংখ্যা পঞ্জিকরণ প্রক্রিয়া সারা দেশেই শুরু হতে যাচ্ছে৷ প্রতিটি রাজ্যকে সুবিধা অনুযায়ী সূচি নির্ধারণ করে এই প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে৷ সেই মোতাবেক রাজ্যে আগামী ১৬ মে থেকে এনপিআর প্রক্রিয়া শুরু হচ্ছে৷ দুই ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন হবে৷ প্রথম প্রক্রিয়ায় আবাসন সুমারীর কাজ করা হবে৷ ১৬ মে থেকে ২৯ জুন পর্যন্ত রাজ্যে আবাসন সুমারীর কাজে প্রায় ১১ হাজার লোক নিযুক্ত হবে৷


আবাসন সুমারীর জন্য ৯ হাজার ৬২ জন তথ্য সংগ্রহকারী সারা রাজ্যে কাজ করবেন৷ তারা সমস্ত তথ্য সংগ্রহ করে ১ হাজার ৫৫৬ জন সুপারভাইজারের কাছে সেই তথ্য তুলে ধরবেন৷ এছাড়া ৫৮টি ব্লক, ২১টি নগর পরিষদ এবং আগরতলা পুর নিগমের চারটি জোনে ৮১জন দায়িত্বপ্রাপ্ত আধিকারীক ওই কাজে সহযোগিতা করবেন৷ ইতিমধ্যে ১৬জনকে কলকাতায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ মূলতঃ তথ্য সংগ্রহের বিভিন্ন দিক তাদের কাছে স্পষ্ট করে দেওয়া হয়েছে৷


দ্বিতীয় পর্য্যায়ে ২০২১ সালের ৯-২৮ ফেব্রুয়ারী সারা দেশব্যাপী এনপিআর প্রক্রিয়ার সাথে ত্রিপুরাও যুক্ত হবে৷ ওই সময় আদমসুমারীর কাজ সম্পন্ন করা হবে৷ মুখ্যসচিব মনোজ কুমার ইতিমধ্যে এনপিআর প্রক্রিয়ার প্রথম ধাপের কাজ শুরু করার এবং সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *