BRAKING NEWS

সন্ত্রাসের অন্ধকার ফিরে আসতে দেব না : প্রধানমন্ত্রী

কোকরাঝাড় (অসম), ৭ ফেব্রুয়ারি (হি.স.): সন্ত্রাসবাদের অন্ধকার আর ফিরে আসতে দেব না| হিংসায় মৃত্যু হবে না আর কোনও মানুষের| শুক্রবার অসমের কোকরাঝাড়ের জনসভায় এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এদিন জনসভায় বক্তব্য রাখার শুরুতেই প্রধানমন্ত্রী বলেছেন, ‘নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে বহু জনসভা দেখেছি আমি, কিন্তু এত বিশাল জনসমাগম আমি কখনই দেখিনি| স্বাধীনতা পরবর্তী যুগে ভারতের অন্যতম বৃহত্তম সমাবেশ হল এটি| কিছু নেতা আমাকে লাঠিপেটা করার কথা বলছে, কিন্তু ভারতের সমস্ত মা-বোনেদের আশীর্বাদের জন্য আমি সুরক্ষিত আছি| প্রত্যেককে আমার শ্রদ্ধা ও ধন্যবাদ| অসমীয়াদের মধ্যে একটি নতুন বিশ্বাস জোগাতে আমি এখানে এসেছি|….মোদীকে লাঠিপেটা করার কথা বলা হচ্ছে, কিন্তু, অসংখ্য মা-বোনেদের রক্ষাকবচের জন্য মোদী সুরক্ষিত| যত লাঠিপেটাই করা হোক মোদীর কিছু হবে না|’

প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, ‘আজ শহিদদের স্মরণ করার দিন, যাঁরা দেশের জন্য নিজেদের জীবন বলিদান দিয়েছেন তাঁদের স্মরণ করার দিন| আজ উপেন্দ্রনাথ এবং রূপ নাথ ব্রহ্মকে স্মরণ করার দিন| তাঁদের সম্মান জানানোর দিন|…দেশের ১৩০ কোটি নাগরিক আপনাদের ধন্যবাদ জানাচ্ছে এবং সমস্যা সমাধান করার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছে| আজ সংস্কৃতি, ঐতিহ্য উদযাপনের দিন| আপনাদের সাহায্য এবং ইচ্ছাশক্তির জন্যই শান্তির পথ উন্মুক্ত হয়েছে| অসমের জন্য নতুন সুযোগ ও নতুন সূর্যোদয় হয়েছে|’

কোকরাঝাড়ের জনসভায় প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘বোডো চুক্তিতে ইতিবাচক ভূমিকা পালনকারী অল বোডো স্টুডেন্টস ইউনিয়ন, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোডোল্যাড-এর সঙ্গে যুক্ত যুবসমাজ, বিটিসি-র প্রধান হগরামা মাহীলারে এবং অসম সরকারের প্রতিশ্রুতিকে অভিনন্দন জানানোর দিন| আমরা কখনই এই অঞ্চলকে সন্ত্রাসবাদের অন্ধকার ফিরে আসতে দেব না| এই অঞ্চলে হিংসায় মৃত্যু হবে না কোনও মানুষের| কয়েক দশক ধরে শুধুই গুলির লড়াই চলত, অসমে শান্তির আগমণ ঐতিহাসিক মুহূর্ত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *