ভোপাল, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : কার্যকর্তাদের উচিত নিজেদের ব্যক্তিগত জীবনের উদাহরণ তৈরি করে সামাজিক সম্প্রীতির পরিবেশ তৈরি করার চেষ্টা করা উচিত। মধ্যপ্রদেশের ভোপালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই জানিয়েছেন সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত।
এদিন তিনি বলেন, সামাজিক সংস্কারের সঙ্গে যুক্ত পরিবারগুলির সঙ্গে সমাজব্যবস্থায় পরিবর্তন ঘটিয়ে ভারতীয় মূল্যবোধের সঙ্গে যুক্ত সংঘবদ্ধ সমাজ নির্মাণের সহযোগিতা করবেন। সঙ্ঘ মনে করে পরিবারই ভারতীয় সমাজ ব্যবস্থার মূলভিত্তি। সামাজিক পরিবর্তনের পরিবারগুলিতে ভারতীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করা জরুরি।
উল্লেখ করা যেতে পারে ২০১৯ সালে গোয়ালিয়ে আয়োজিত সঙ্ঘের সর্বোচ্চ বৈঠকে অখিল ভারতীয় প্রতিনিধি সভাতে কুটুম্বের বিষয়ে বক্তব্য রেখেছিলেন।

