BRAKING NEWS

নতুন সিএসি কমিটির সদস্য মদন লাল, আরপি সিং এবং সুক্ষ্ণণা নায়েক

মুম্বই, ৩১ জানুয়ারি (হি.স.) : কপিল দেব-র পরবর্তী ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি (সিএসি) গড়ে ফেলল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)৷ শুক্রবার নতুন সিএসি কমিটির সদস্যদের নাম ঘোষণা করল বিসিসিআই৷ নতুন কমিটিতে রয়েছেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য তথা ভারতীয় দলের প্রাক্তন কোচ মদন লাল, টিম ইন্ডিয়ার প্রাক্তন বাঁ-হাতি পেসার আরপি সিং এবং ভারতীয় মহিলা ক্রিকেটার সুক্ষ্ণণা নায়েক৷ আগামী এক বছর ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি এই তিন সদস্য কাজ করবেন বলে জানান বিসিসিআই সচিব জয় শাহ৷ কপিলের ’৮৩ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন মদন লাল৷ দেশকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদানের পাশাপাশি ভারতীয় দলের কোচের ভূমিকাও পালন করেছেন ৬৮ বছরের দিল্লির এই ক্রিকেটার৷ তবে সিএসি-র নতুন গাইডলাইন সম্পর্কে এখনও অবগত নন ভারতীয় দলের প্রাক্তন কোচ তথা প্রাক্তন জাতীয় নির্বাচক৷ টিম ইন্ডিয়ার কোচ বেছে নেওয়ার পাশাপাশি এবার থেকে জাতীয় নির্বাচক কমিটির সদস্যদেরও বেছে নেবে সিএসি৷ মদন লাল, আরপি সিং-দের কমিটির প্রধান কাজ হল জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ এবং সদস্য গগন খোদার উত্তরসূরি বেছে নেওয়া৷ গত বছর আগস্টে রবি শাস্ত্রীকে দ্বিতীয়বার টিম ইন্ডিয়ার কোচ বেছে নেওয়ার পর দায়িত্ব ছাড়েন সিএসি-তিন সদস্য কপিল দেব, আংশুমান গায়কোয়াড এবং শান্তা রাঙ্গাস্বামী৷ তবে বিসিসিআই প্রথম ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির দায়িত্ব দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর এবং ভিভিএস লক্ষ্ণণের উপর৷ সৌরভ-সচিন-লক্ষ্ণণের সিএসি প্রথমবার অনিল কুম্বলেকে টিম ইন্ডিয়ার কোচ বেছে নিয়েছিল৷ দ্বিতীয়বার এই কমিটি শাস্ত্রীর নামেই সিলমোহর দিয়েছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *