নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৭ জানুয়ারি ৷৷ যান দুর্ঘটনায় আহত তিন ছাত্র৷ ঘটনা শান্তিরবাজারে৷ মহকুমার অন্তর্গত বাইখোড়া নতুন চৌধুরীপাড়া এসবি সুকলের পাঠরত তিন ছাত্রকে বিদ্যালয়ের শিক্ষকরা অন্যত্র সরস্বতী পুজার নিমন্ত্রণ করতে পাঠায়৷
বাইখোড়ার বৃন্তক শিক্ষা নিকেতনের সামনে এসে যান দুর্ঘটনায় আহত তিন ছাত্র৷ জানা যায় তিনজন ছাত্রই অষ্টম শ্রেণিতে পাঠরত৷ আহত তিন ছাত্র হলো রাহুল দাস, সুদীপ্ত দাস ও ওমঙ্কার পাল৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গে এলাকাবাসী আহত তিন ছাত্রকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে৷ আহত তিন ছাত্রদের মধ্যে ওমঙ্কার পালের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে কর্তব্যরত চিকিৎসক গোমতী জেলা হাসপাতালে রেফার করেন৷