আগরতলা, ২৩ জানুয়ারি (হি. স.) : শক্তিশালী দেশ, সমৃদ্ধ ভারত। সেই লক্ষ্যে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব ও স্বচ্ছ ভারত গড়ে তুলার বার্তা ছড়িয়ে দিল নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৪তম জন্ম জয়ন্তী উপলক্ষে নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা। সাথে নারী শক্তির উত্থানে ও নেশার বিরুদ্ধে সমসুরে আওয়াজ উঠেছে।
১৯৫০ সাল থেকে আগরতলায় নেতাজী সুভাষ বিদ্যানিকেতন ঘটা করে নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী পালন করছে। আজ শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ অকপটে স্বীকার করেন, সারা ভারতবর্ষে একমাত্র নেতাজী সুভাষ বিদ্যানিকেতন আড়ম্বরে রাষ্ট্রবাদী নেতা সুভাষ বসুর জন্ম জয়ন্তী পালন করে চলেছে। তার জন্য তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে কুর্ণিশ জানিয়েছেন।
এদিন তিনি বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে নেতাজীর অবদান অনস্বীকার্য। তাই, গতবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৯৪৪ সালে আন্দামানে নেতাজীর প্রথম ভারতীয় পতাকা উত্তোলন এবং আজাদ হিন্দ সরকার গঠনের বর্ষপূর্তি উদযাপন করেছেন। লালকিল্লায় ওইদিন জাতীয় পতাকা উত্তোলন করে প্রধাবমন্ত্রী মোদী নেতাজীর অবদানকে স্বীকৃতি দিয়েছেন।
এদিকে, আজ নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের তৃতীয় শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেয়। কনকনে ঠান্ডা হলেও ভোর থেকেই সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে ছিল আলাদা উৎসাহ-উদ্দীপনা। শুধু তাই নয়, ওই শোভাযাত্রা দেখার জন্য আগরতলা শহরে রাস্তার দুই ধারে অসংখ্য মানুষের জমায়েত লক্ষ্য করা গেছে। আবালবৃদ্ধবনিতা সকলেই ওই শোভাযাত্রা দেখে রোমাঞ্চিত অনুভব করেছেন বলেই মনে হয়েছে।
নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম চক্রবর্তী বলেন, দীর্ঘ পথ পেরিয়ে আজো ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছি। কারণ, নেতাজীর স্মরণে এই আয়োজনে আমরা গর্বিত বোধ করি। তাঁর শ্রদ্ধা জানাতে এই সামান্য উদ্যোগ যথেষ্ট নয়, বলেন তিনি।