আগরতলা, ২১ জানুয়ারি (হি.স.) : যুবকদের কর্মসংস্থান, এনআরসি ও সিএএ প্রত্যাহার, নারী নির্যাতন বন্ধ করা-সহ পাঁচ দফা দাবির ভিত্তিতে প্রদেশ যুব কংগ্রেস মঙ্গলবার এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে৷ বিক্ষোভ মিছিল রাজধানী আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে প্রদেশ কংগ্রেস ভবনে এসে শেষ হয়েছে৷
এ-প্রসঙ্গে প্রদেশ যুব কংগ্রেসের কার্যকরী কমিটির সভাপতি শান্তনু সাহা বলেন, রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন বাইশ মাসের সরকার সম্পূর্ণ ব্যর্থ৷ তিনি বলেন, আজ শিক্ষিত যুবকরা চাকরি থেকে বঞ্চিত। তাঁদের কোনও কর্মসংস্থান নেই৷ তিনি ক্ষোভের সুরে বলেন, ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত প্রতিদিনই কোনও না-নারী ধর্ষণের ঘটনা ঘটছে৷ এরই প্রতিবাদে ৫ দফা দাবির ভিত্তিতে আজকের বিক্ষোভ মিছিল৷
এদিকে, মিছিলে অংশগ্রহণ করে কংগ্রেস নেতা সুবল ভৌমিক বর্তমান রাজ্য সরকারের সমালোচনা করেন৷ তিনি বলেন, বিগত ২২ মাসে এই স্বৈরাচারী সরকারের লোকজন ও তাদের পুলিশ প্রতিনিয়ত যুব কংগ্রেসের কর্মীদের উপর চড়াও হচ্ছে৷ তাদের উপর আক্রমণ শানিয়েছে তারা৷ তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করলেই মিথ্যা মামলা দিয়ে তাদের আটক করা হয়েছে৷ পুলিশ তাদের দিল্লি ইমফল বিভিন্ন জায়গা থেকে ধরে এনেছে৷ অথচ শাসক জোটের এক বিধায়কের উপর বধূ নির্যাতনের মামলা হয়েছে। কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করছে না। বরং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অজুহাত দেখানো হচ্ছে৷
এদিন তিনি বলেন, ত্রিপুরায় যুবকদের কর্মসংস্থান হচ্ছে না বলেই শিক্ষিত যুবকরা উদাসীনতায় তাদের এমপ্লয়মেন্ট কার্ড পুনর্নবীকরণ করাচ্ছেন না। অথচ, যেখানে কোনও চাকরি হয়নি, সেখানে মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যে ২২ মাসে ছয়লক্ষ বেকার কমেছে৷