বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে আছড়ে পড়ল রকেট, বিস্ফোরণের জেরে চাঞ্চল্য

বাগদাদ, ২১ জানুয়ারি (হি.স.) : ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে রকেট বিস্ফোরণকে ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার সকালে হওয়া এই বিস্ফোরণে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

মঙ্গলবার সকালে মধ্য বাগদাদের গ্রিন জোনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে আছড়ে পড়ে তিনটি রকেট । বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে চারিদিক। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। উল্লেখ করা যেতে পারে এই গ্রিন জোনেই রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসিক দফতর এবং বিভিন্ন রাষ্ট্রের দূতাবাস। এই ঘটনায় এখনও কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, দূতাবাস চত্বরে জরুরি সাইরেন বাজছে।

মার্কিন ড্রোন হানায় ইরানি জেনারেল কাশেম সোলেমানির মৃত্যুর পর এই অঞ্চলের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। মাঝে কিছুদিন পরিস্থিতি শান্ত ছিল। আমেরিকা-ইরানের ঠান্ডা লড়াইয়ের মধ্যেই এদিন মার্কিন দূতাবাসে রকেট হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চড়েছে।

চলতি বছরের শুরুতে বাগদাদ বিমানবন্দরের বাইরে মার্কিন ড্রোন হানায় নিহত হন ইরানের রেভোলিউশনারি গার্ডের কাডস ফোর্সের জেনারেল কাশেম সোলেমানির মৃত্যুর পর থেকেই উপসাগরীয় অঞ্চলে আমেরিকা-ইরনের ঠান্ডা লড়াই শুরু হয়েছে। সোলেমানির মৃত্যুর বদলা নিতে প্রত্যাঘাত করতে ছাড়েনি ইসলামিক প্রজাতন্ত্র ইরান। ইরাকের আইন আল-আসাদ-সহ দুটি মার্কিন বায়ুসেনা ঘাঁটিতে একাধিক মিসাইল হামলা চালায় তেহরান।

এই ঘটনাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে সব ঠিক আছে লিখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করেন। এদিনের বিস্ফোরণ সম্পর্কে বলতে গিয়ে ইরাকি পুলিশ জানিয়েছেন কাটয়ুশা শ্রেণীর রকেট গ্রিন জোনের ভেতরে গিয়ে পড়ে।

বাগদাদ শহরের বাইরে জাফারানিয়া জেলা থেকে এই রকেট নিক্ষেপ করা হয়েছিল। তিনটি মধ্যে দুইটি রকেট মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে গিয়ে পড়ে। এর আগে ৮ জানুয়ারি দুইটি রকেট গ্রিন জোনের মধ্যে আছড়ে পড়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *