আহমেদাবাদ, ১৯ জানুয়ারি (হি.স.) : রাষ্ট্রদ্রোহের মামলায় পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেলকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। ওদিন গভীর রাতে আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ২৪ জানুয়ারি পর্যন্ত বিচারবিভাগী হেফাজতে রাখার নির্দেশ দেয়। অন্যদিকে হার্দিকের গ্রেফতারের ঘটনায় নিন্দায় সরব হয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।
পাতিদারদের জন্য সংরক্ষণের দাবি নিয়ে আন্দোলন চলাকালীন আহমেদাবাদে হার্দিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার দায়ের করা হয়। ১৮ জানুয়ারি মামলার শুনানি চলাকালীন হার্দিক আদালতে অনুপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন চিরাগ প্যাটেল ও দীনেশ প্যাটেল। ক্ষমা চাইলেও আদালত তাঁর বিরুদ্ধে জামিন অযোধ্য গ্রেফতারি পরোয়ানার নির্দেশ দেয়। সেই অনুযায়ী হার্দিক প্যাটেলকে বীরগামের কাছে হাসলপুর চৌকিকে গ্রেফতার করে পুলিশ।
অন্যদিকে, হার্দিকের গ্রেফতারের ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে নিন্দায় সরব হয়ে ট্যুইটবার্তায় প্রিয়াঙ্কা গান্ধী বঢরা লেখেন, হার্দিক জনগণের জন্য সরব হয়েছিলেন। যুব-সম্প্রদায়ের জন্য কর্মসংস্থান, পড়ুয়াদের বৃত্তি এবং কৃষকদের জন্য আন্দোলন গড়ে তুলেছিলেন তিনি। অথচ বিজেপি তাঁকে দেশদ্রোহী বলছে।