আগরতলা, ১৭ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্য বিজেপি বিধায়ক তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মণ বিধানসভার অধিবেশনের সময় আরও একদিন বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলেন৷ তবে আগামী বাজেট অধিবেশনে ওই সমস্যাগুলি নিয়ে আলোচনা করা যাবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ শুক্রবার বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট বিধানসভায় পেশ হওয়ার পর বিধায়ক সুদীপ রায়বর্মণ এই প্রস্তাব দিয়েছেন৷ মূলত, দুর্ঘটনা এবং আত্মহত্যার হার বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিধায়ক সুদীপ রায়বর্মণ এদিন এই সমস্যার সমাধানে পথ খুঁজে বের করতে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন৷
আজ বিধানসভায় উপাধ্যক্ষ দ্বাদশ ত্রিপুরা বিধানসভার ষষ্ঠ অধিবেশনে বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট পেশ করেন৷ তখন ট্রেজারি বেঞ্চের বিধায়ক সুদীপ রায়বর্মণ বিধানসভা অধিবেশনের সময় আরও একদিন বৃদ্ধির প্রস্তাব দেন৷ তিনি বলেন, চলতি বছরে মাত্র ১১ দিন বিধানসভার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে৷ জনকল্যাণে কাজের জন্যই মানুষ আমাদের নির্বাচিত করেছেন৷ কিন্তু অধিবেশনের সময় কম হলে মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার সুযোগ সংকুচিত হয়ে যায়৷
তিনি বলেন, ত্রিপুরায় সড়ক দুর্ঘটনা ক্রমশ ভয়ংকর সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে৷ তাঁর দাবি, আইন সংশোধন করে বাইক আরোহীরও হেলমেট বাধ্যতামূলক করা উচিত৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় আত্মহত্যার হার সারা দেশের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে৷ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আত্মহত্যার হার বৃদ্ধি নিয়ে আলোচনা হওয়া খুবই জরুরি৷ কারণ, প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞের একটি টিম গঠন করে আত্মহত্যার কারণ অনুসন্ধান করতে হবে৷ তাঁর কথায়, এই বিষয়গুলি বিধানসভায় আলোচনা হওয়া খুবই জরুরি৷ তাই তিনি বিধানসভা অধিবেশনের সময় আরও একদিন বৃদ্ধির প্রস্তাব দেন৷
এ বিষয়ে আইন তথা সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ বলেন, এসটি, এসসি সংরক্ষণ আইন রাজ্যে লাগু করার জন্যই এই বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হয়েছে৷ কেন্দ্রীয় সরকার সংসদে এসটি, এসসি সংরক্ষণ আরও দশ বছরের জন্য বৃদ্ধি করেছে৷ স্বাভাবিকভাবেই ত্রিপুরা বিধানসভায় ওই আইন গৃহীত না হলে সংরক্ষণের সুযোগ থেকে রাজ্যবাসী বঞ্চিত হবেন৷ তিনি উদাহরণ তুলে ধরে বলেন, পশ্চিমবঙ্গে এই আইনের জন্য দুই ঘণ্টার এক বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল৷ তাঁর কথায়, বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে আলোচনায় সর্বসম্মতিক্রমে বিধানসভা অধিবেশনের সময় নির্ধারিত হয়েছে। তাই তাঁর আবেদন, আগামী মার্চে বাজেট অধিবেশনে সড়ক দুর্ঘটনা এবং আত্মহত্যার হার বৃদ্ধি সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে আলোচনা করা হোক৷ তবে মুখ্যমন্ত্রীর অনুমতি মিললে বিধানসভার সময় একদিন বৃদ্ধিতে কোনও আপত্তি নেই৷
এ বিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও আইন তথা সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথের সাথে সহমত পোষণ করেন৷ তিনি বলেন, বাজেট অধিবেশনে যথেষ্ট সময় পাওয়া যাবে৷ তখন ওই সমস্যাগুলি নিয়ে আলোচনা হবে৷ তবে বিধায়ক চাইলেই চিঠি পাঠিয়ে বিস্তারিত বিষয় জানাতে পারেন৷ সমস্যার গুরুত্ব বুঝে নিশ্চয়ই সমাধানের পথ খুঁজে বের করা হবে, আশ্বাস দেন মুখ্যমন্ত্রী৷