নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) : বিধানসভায় সিএএ-র বিরুদ্ধে প্রস্তাব পাশ করানোর জন্য কেরল সরকারের বিরুদ্ধে নিন্দায় মুখর হলেন কেন্দ্রীয় বিদেশ এবং সংসদ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ। জনগণের অর্থ অযথা নষ্ট করা উচিত নয় কেরল সরকারের বলে কটাক্ষ করেছেন তিনি।
শুক্রবার তিনি বলেন, দেশের আইন ও সংবিধানের উর্দ্ধে নয় কেরল সরকার। সিএএ-র বিরুদ্ধে প্রস্তাব পাশ করে এবং আদালতে গিয়ে জনগণের টাকা অপচয় করা উচিত নয়। কারণ এর সঙ্গে কেরল সরকারের কোনও প্রকারের সম্পর্ক নেই।
উল্লেখ করা যেতে পারে কেরলে পর পঞ্জাব দ্বিতীয় রাজ্য হিসেবে সিএএ বিরুদ্ধে পাশ করাল।সংসদের উভয়কক্ষে পাশ হওয়ার আইনে পরিণত হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। ধর্মের কারণে নিপীড়িত হয়ে আসা অমুসলমান উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার কথা এই আইনে বলা হয়েছে।