আগরতলা, ১৪ জানুয়ারি (হি. স.) : বিজেপি প্রদেশ সভাপতি নির্বাচনে মনোনয়ন জমা নেওয়া হয়েছে। আগামীকাল নতুন সভাপতির নাম ঘোষণা হবে। সূত্রের খবর, ডাঃ মানিক সাহা বিজেপির নতুন প্রদেশ সভাপতি হচ্ছেন।
গত ১৫ ডিসেম্বর বিজেপি প্রদেশ সভাপতির নির্বাচনের সূচি নির্ধারিত ছিল। কিন্তু, দলীয় কারণে তখন নতুন সভাপতি নির্বাচন সম্ভব হয় নি। তবে, বুথ, মণ্ডল এবং জেলা স্তরে সভাপতি নির্বাচনী প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পন্ন হয়েছে। অবশ্য, সিপাহীজলা জেলা বিজেপি সভাপতি নির্বাচন প্রক্রিয়া এখনো বকেয়া রয়েছে।
সম্প্রতি বিজেপি হাই কমান্ড রাজ্যগুলিকে ১৫ ডিসেম্বরের মধ্যে প্রদেশ সভাপতি নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয়। সে মোতাবেক ত্রিপুরাতেও বিজেপি-র প্রদেশ সভাপতি নির্বাচনের তোরজোর শুরু হয়। বর্তমানে বিজেপি প্রদেশ সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
প্রদেশ সভাপতি নির্বাচনী প্রক্রিয়া নিয়ে দলের সাংগঠনিক নির্বাচন প্রভারি প্রদ্যুৎ ধর বলেন, দিল্লি থেকে প্রদেশ বিজেপি সভাপতি নির্বাচন প্রভারি মহেন্দ্র সিং এসেছিলেন। তিনি ওই নির্বাচনী প্রক্রিয়ার দায়িত্বে রয়েছেন। প্রদ্যুৎবাবুর কথায়, মনোনয়নের জন্য পুরোনো ফর্ম বাতিল করা হয়েছে। মহেন্দ্রবাবু আজ নতুন ফর্ম সাথে করে এনেছেন। তিনি মনোনয়ন জমা নিয়ে দিল্লি ফায়ার গেছেন। আগামীকাল ত্রিপুরায় বিজেপির নতুন প্রদেশ সভাপতির নাম ঘোষণা হবে, জানিয়েছেন প্রদ্যুৎ ধর।
সূত্রের দাবি, প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেবের স্থলাভিষিক্ত হচ্ছেন ডাঃ মানিক সাহা। তিনি বর্তমানে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি পদেও দায়িত্ব সামলাচ্ছেন। এছাড়াও, তিনি দলের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বেও রয়েছেন।