নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল ২০১২ দিল্লি গণধর্ষণ মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত দুই আসামী বিনয় কুমার শর্মা এবং মুকেশ সিংয়ের রায় সংশোধনের আর্জি (কিউরেটিভ পিটিশন)| নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলায় ৪ জন দোষীর বিরুদ্ধে সম্প্রতি মৃত্যুর পরোয়ানা জারি করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| আগামী ২২ জানুয়ারি সকাল সাতটায় তিহাড় জেলে চার দোষী, যথাক্রমে-পবন গুপ্তা, মুকেশ সিং, বিনয় কুমার শর্মা এবং অক্ষয় ঠাকুর সিংকে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দিয়েছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| কিন্তু, গত ৯ জানুয়ারি নির্ভয়া মামলায় সুপ্রিম কোর্টে দায়ের হয় রায় সংশোধনের আর্জি (কিউরেটিভ পিটিশন)| এই মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত চার জনের মধ্যে এই আবেদন করেছিল বিনয় কুমার শর্মা এবং মুকেশ সিং| দোষী বিনয় এবং মুকেশের রায় সংশোধনের আবেদনের শুনানি শুরু হয় মঙ্গলবার বিকেলে| এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি এন ভি রামানা, বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি আর এফ নরিম্যান, বিচারপতি আর বানুমতী এবং বিচারপতি অশোক ভূষণের বেঞ্চে শুরু হয় রায় সংশোধনের আর্জি| শুনানি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিনয় কুমার শর্মা এবং মুকেশ সিংয়ের রায় সংশোধনের আর্জি (কিউরেটিভ পিটিশন) খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত|
শীর্ষ আদালতে বিনয় ও মুকেশের রায় সংশোধনের আর্জি খারিজ হয়ে যাওয়ায় অত্যন্ত খুশি প্রকাশ করেছেন নির্ভয়ার মা আশাদেবী| সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশাদেবী জানিয়েছেন, ‘আজকের দিনটি আমার কাছে অনেক বড় দিন| বিগত ৭ বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছি| তবে, সবচেয়ে বড় দিনটি হবে ২২ জানুয়ারি, যেদিন দোষীদের ফাঁসি দেওয়া হবে|’
গত ৭ জানুয়ারি নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলায় দোষীদের বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করেছিল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| একইসঙ্গে আদালত জানিয়ে দিয়েছিল, দোষীরা চাইলে রায় সংশোধনের জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানাতে পারে| ক্ষমাভিক্ষাও করতে পারে| সেই মতো গত ৯ জানুয়ারি নির্ভয়া মামলায় সুপ্রিম কোর্টে রায় সংশোধনের আর্জি (কিউরেটিভ পিটিশন) করে ফাঁসির সাজাপ্রাপ্ত বিনয় কুমার শর্মা এবং মুকেশ সিং| মঙ্গলবার বিনয় ও মুকেশের কিউরিটিভ পিটিশন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত|
উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছরের তরুণী, প্যারামেডিক্যাল ছাত্রী ‘নির্ভয়া’-কে গণধর্ষণ করে ৬ জন দুষ্কৃতী| নির্ভয়া এবং তাঁর বন্ধু অবীন্দ্র প্রতাপের উপর নৃশংস অত্যাচার চালায় তারা| নির্ভয়ার উপর চলা নির্যাতনের বীভত্সতা স্তম্ভিত, লজ্জিত, ক্রুদ্ধ করেছিল গোটা দেশবাসীকে| দীর্ঘ সাত বছর ধরে বিচারপর্ব চলার পর গত ৭ জানুয়ারি দোষীদের মৃত্যু পরোয়ানা জারি করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট|