১৫ দিনের মধ্যে পাম্প অপারেটরকে পুনর্বহালের নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের

আগরতলা, ১৩ জানুয়ারি (হি. স.) : মন্ত্রীর সুপারিশে বরখাস্ত পাম্প অপারেটরকে ১৫ দিনের মধ্যে চাকুরীতে পুনর্বহালের নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। আজ ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি সুভাশিষ তালপাত্র এই রায় দিয়েছেন।

এ-বিষয়ে আইনজীবী বিপ্লব দেবনাথ বলেন, ধলাই জেলার কমলপুর মহকুমার নোয়াগাঁও গ্রাম পঞ্চায়েতের পাম্প অপারেটর উত্তম দেবকে খাদ্য মন্ত্রী মনোজ কান্তি দেবের সুপারিশে বরখাস্ত করা হয়েছিল। ২০১৮ সালের ১৮ নভেম্বর এক চিঠি দিয়ে তাকে বরখাস্তের পাশাপাশি জয়জিৎ মণ্ডলকে নিয়োগপত্র দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছিল। স্বাভাবিকভাবেই, উত্তম দেব-কে পাম্প অপারেটরের চাকুরী থেকে বরখাস্ত করা হয়। ওই পদক্ষেপের বিরোধিতায় উত্তম দেব ত্রিপুরা হাইকোর্টে মামলা করেছিলেন, বলেন বিপ্লব দেবনাথ।

তিনি বলেন, আজ ওই মামলায় চূড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণা হয়েছে। বিচারপতি সুভাশিষ তালপাত্র উত্তম দেবের পক্ষে রায় দিয়েছেন। বিপ্লব বাবু জানান, তাঁর মক্কেল উত্তম দেব-কে ১৫ দিনের মধ্যে পাম্প অপারেটর পদে পুনর্বহালের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। সাথে, জয়জিৎ মণ্ডলের নিয়োগ বাতিল করে দিয়েছে হাইকোর্ট। বিপ্লববাবুর কথায়, ত্রিপুরা হাইকোর্ট পাম্প অপারেটর বারখাস্তে মন্ত্রীর এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *