কলকাতা, ১৩ জানুয়ারি (হি.স): ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্য বলে দিলীপ ঘোষের ‘গুলি করা’র হুমকির বিরোধিতা করলেন বাবুল সুপ্রিয় । সিএএ বিরোধী আন্দোলনকারীদের গুলি করে মারা উচিত’, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদীদের বিরুদ্ধে দিলীপ ঘোষের এহেন মন্তব্য নিয়ে সংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় টুইট করে বলেছেন,‘দিলীপদা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন । এটা দলের বক্তব্য নয়’। যদিও রাজ্য বিজেপি নেতৃত্ব দিলীপ ঘোষের মন্তব্যে আপত্তির কিছু দেখছেন না দলের অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । জানিয়েছেন, দিলীপ ঘোষ যা বলেছেন তা নিয়ে আপত্তি করার কিছু নেই ।
রবিবার রানাঘাটে সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে প্রচারে গিয়ে বিতর্কিত ওই মন্তব্য করেন দিলীপ ঘোষ । তিনি বলেন, ‘নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে পাঁচশো-ছ’শো কোটি টাকার সরকারি সম্পত্তির ক্ষতি করা হয়েছে । অসম, কর্নাটক, উত্তরপ্রদেশে শয়তানদের গুলি করা হয়েছে । তাদের জেলে ভরা হয়েছে । এই রাজ্যে কাউকে গ্রেফতার পর্যন্ত করা হয়নি ।’এরপরেই এই রাজ্যের বিক্ষোভকারীদের হুমকি দিয়ে বলেন, ‘এখানে আসবে, থাকবে, খাবে আবার সরকারি সম্পত্তির ক্ষতি করবে । আমরা এলে লাঠি মারব । গুলি করব, জেলে পাঠাব । মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও মুরোদ নেই ।’
সোমবার সকালে দিলীপ ঘোষের এই মন্তব্য প্রসঙ্গে টুইট করেন বাবুল সুপ্রিয় । সেখানে তিনি লেখেন, ‘দিলীপ ঘোষের মন্তব্যের সঙ্গে দলের কোনও যোগ নেই । উনি যা বলেছেন তার পুরোটাই কাল্পনিক । যত বড় কারণই হোক না কেন, উত্তরপ্রদেশ, অসমে বিজেপি সরকার কখনওই মানুষকে লক্ষ্য করে গুলি চালায়নি । দিলীপদা দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করেছেন ।’
এদিন বাবুল সুপ্রিয়র এই টুইট প্রসঙ্গে জিজ্ঞাসা করলে মন্তব্য এড়িয়ে গিয়েছেন দিলীপ ঘোষ । ফোনে তিনি বলেন, ‘বাবুল সুপ্রিয় কী বলছেন, আমি জানি না । বৈঠকে আছি । বৈঠক শেষ হোক । জেনে নিই কী বলছেন । তার পর কথা বলব ।’
তবে, রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলছেন, ‘ভবিষ্যতে আমরা ক্ষমতায় এলে কী হবে সেটা ভবিষ্যৎই বলবে । তা নিয়ে এখন অত ভাবার দরকার নেই । তবে বাবুল সুপ্রিয়কে যাঁরা হেনস্থা করেছেন, আমরা তাঁদেরও যেমন ছেড়ে কথা বলব না, তেমনই যাঁরা সম্প্রতি গোটা রাজ্যে উপদ্রব করছেন, তাঁদেরও ছেড়ে কথা বলব না ।‘ সায়ন্তন বসু বলেন, ‘দিলীপ ঘোষ যা বলছেন, তা দিলীপ ঘোষের কল্পনা বলে যদি কেউ মনে করেন, তা হলে আপত্তি করার কিছু নেই । আবার দিলীপ ঘোষ যা বলছেন, তা নিয়েও আপত্তি করার কিছু নেই ।‘