ওয়াংখেড়েতে স্মিথদের বিরুদ্ধে অনন্য রেকর্ডের সামনে কোহলি

মু্ম্বই, ১৩ জানুয়ারি (হি.স.) : ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ফের মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকরকে ছোঁয়ার হাতছানি ক্যাপ্টেন বিরাট কোহলির সামনে। কখনও ব্যাট হাতে নয়া নজির গড়েন তো কখনও অধিনায়ক হিসেবে নতুন মাইলস্টোন স্পর্শ করেন তিনি। ইতিমধ্যেই শচীন-পন্টিংয়ের মতো কিংবদন্তিদের বেশ কিছু রেকর্ড ভেঙে ফেলেছেন কোহলি। এবার মাস্টার ব্লাস্টার শচীনের একটি বিরল রেকর্ড স্পর্শ করার অপেক্ষায় অধিনায়ক। মঙ্গলবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে স্মিথদের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের মুখে টিম ইন্ডিয়া। আর সেখানেই সেঞ্চুরি হাঁকাতে পারলে শচীনের মাইলফলক ছুঁয়ে ফেলবেন কোহলি। একদিনের ফর্ম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক শচীন দেশের মাটিতে মোট ২০টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। বর্তমানে ঘরের মাটিতে বিরাটের শতরানের সংখ্যা ১৯। অর্থাৎ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর একটি সেঞ্চুরি করতে পারলেই মাস্টার ব্লাস্টারের সঙ্গে একই আসনে বসবেন তিনি। তবে নিজের রেকর্ড নয়, অধিনায়ক হিসেবে দল সাজানোতেই বেশি ফোকাস করছেন কোহলি। ওপেনিংয়ে ধাওয়ানের সঙ্গে জুটি বাঁধবেন রোহিত। তিনে নামবেন কোহলি। চার নম্বরের দায়িত্ব দেওয়া হবে শ্রেয়াসকে। তারপর ঋষভ পন্থ। ব্যাটিং অর্ডারে এতদূর কোনও ধন্দ না থাকলেও ছয় নম্বর নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। কেদার যাদব নাকি মণীশ পাণ্ডে। কে খেলবেন ছয়ে। এটাই এখন ঠিক হয়নি। উলটোদিকে ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন মণীশ। তাই সব দিক বিচার করে মণীশই হয়তো প্রথম একাদশে জায়গা করে নেবেন। এছাড়া অলরাউন্ডার হিসেবে রাখা হবে জাদেজাকে। বোলিং লাইন আপ সাজবে শার্দুল ঠাকুর, শামি, কুলদীপ এবং বুমরাহকে নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *