সিএএ নিয়ে অপপ্রচার করে সংখ্যালঘুদের উসকে দিচ্ছেন বিরোধীরা : অমিত শাহ

জব্বলপুর, ১২ জানুয়ারি (হি.স.) : বিরোধীরা সিএএ নিয়ে বিভ্রান্তিমূলক প্রচার করে সংখ্যালঘুদের উসকে দিচ্ছেন | রবিবার মধ্যপ্রদেশের জব্বলপুরের নাগরিকত্ব সংশোধন আইনের (সিএএ) সমর্থনে আয়োজিত জনসভা থেকে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে এমনি অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ | রবিবার জব্বলপুরের রেডিসন মাঠে আয়োজিত বিশাল জনসভায় বক্তব্য রাখেন তিনি | বলেন, নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) সম্পর্কিত বিজেপি জনসচেতনতা মূলক প্রচার চালাচ্ছে। কারণ বিরোধীরা সিএএ সম্পর্কে দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে, বাস্তবতা হচ্ছে সিএএ-তে নাগরিকত্ব ফিরিয়ে নেওয়ার জন্য কোথাও লিখিত নেই। দেশের সংখ্যালঘুদের উসকানি দেওয়া হচ্ছে যে আপনারা নাগরিকত্ব হারাবেন। আমি দেশের সংখ্যালঘু ভাই-বোনদের সিএএ পড়তে বলতে এসেছি, কোথাও কারও নাগরিকত্ব হারানোর বিধান নেই।

এর আগে আজ দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জব্বলপুরের পৌঁছলে, সেখানে তাঁকে স্বাগত জানান বিজেপির প্রবীণ নেতারা । এদিন রেডিসন গ্রাউন্ডে আয়োজিতবিশাল জনসভায় যারা দেশের নাগরিকত্ব পেয়েছেন তাদেরও স্বাগত জানানো হয় | সমাবেশে অমিত শাহ বলেন, জব্বলপুরের বিশেষতা তুলে ধরে তিনি স্মরণ করেন আচার্য বিনোবা ভাবে রানি দুর্গাবতীকে | তিনি বলেন, এই সেই জায়গা যেখানে আচার্য রজনীশ রানি দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা চালিয়ে গিয়েছিলেন। এখানে বীরঘুনাথ শাহ মাদার ইন্ডিয়ার জন্য প্রাণ দিয়েছিলেন। এখানেই রানি দুর্গাবতী তাঁর বীরত্ব দেখিয়ে মুঘলদের কাঁপিয়ে দিয়েছিলেন । আজ আমি এমন একটি বিষয় সম্বোধন করতে এসেছি, যার জন্য আমি খুব গর্বিত।

তিনি বলেন, বিজেপিকে সিএএর জন্য জনসচেতনতা চালাতে হচ্ছে, কারণ বিরোধীরা এই আইন নিয়ে দেশে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমি এখানে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় সহ যারা এই আইনের বিরোধিতা করছেন তাঁদের সবাইকে চ্যালেঞ্জ জানাতে চাই, সিএএ-তে কোথায় লেখা আছে যে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা লেখা আছে তা আমাকে দেখান । এই আইন নাগরিকত্ব হরণ করার জন্য নয়, অন্য দেশ থেকে নির্যাতনের পরে ভারতে আগত লোকদের নাগরিকত্ব দেওয়ার জন্য। এর মাধ্যমে ভারত আশেপাশের দেশগুলিতে সংখ্যালঘুদের স্বাগত জানাবে এবং তাদের নাগরিকত্ব দেবে। তিনি বলেন, আমি কংগ্রেস নেতাদের জিজ্ঞাসা করতে চাই যে পাকিস্তান ও বাংলাদেশে খুব কম সংখ্যালঘু রয়ে গেছে, তারা কোথায় গিয়েছিল? পাকিস্তানে তাদের সঙ্গে যে নৃশংসতা চলছে তার কারণেই তারা ভারতে আসতে চায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এও বলেন, আমি বিরোধীদের কাছে বলতে চাই তাঁরা যেন দেশের মানুষের আবেদন অনুভব করুন | অন্যথায় সেখানে যে অল্প সংখ্যক সংখ্যালঘুরা টিকে আছেন তাঁরাও শেষ হয়ে যাবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *