পাটনা, ৮ জানুয়ারি (হি.স.): চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে বিজেপি যে একা লড়তে সক্ষম, বুধবার তা সাফ জানিয়ে দিলেন রাজ্যের বর্ষীয়ান বিজেপি নেতা সঞ্জয় পাসওয়ান। বুধবার বিজেপি নেতা তথা বিধান পরিষদের সদস্য সঞ্জয় পাসওয়ান জানিয়েছেন, বিহারবাসী একজন বিজেপি নেতাকে মুখ্যমন্ত্রীর পদে দেখতে চায়। রাজ্যে বর্তমানে বিজেপি এখন শক্তিশালী ও সক্রিয় দল। বিধানসভা নির্বাচনে একা লড়তে সক্ষম বিজেপি। যদিও এই বিষয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বই যে সিদ্ধান্ত নেবে, তা মনে করিয়ে দিয়েছেন সঞ্জয়।
উল্লেখ করা যেতে পারে, বিতর্কের সূত্রপাত জেডিইউ সহ-সভাপতি প্রশান্ত কিশোরের মন্তব্য নিয়ে। তিনি বলেছিলেন, আসন রফায় আরও বেশি আসন পাওয়া উচিত জেডিইউ-র। এর প্রেক্ষিতে পাসওয়ানের এমন মন্তব্য। উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী জানিয়েছিলেন, ২০২০ সালের নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বেই লড়াই হবে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে জোট করে লড়েছিল জেডিইউ ও বিজেপি।