নয়াদিল্লি ও তিরুবনন্তপুরম, ৩ জানুয়ারি (হি.স.): পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রের পর এবার কেরল| অ-বিজেপি শাস্তি রাজ্য! প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ থেকে এবার বাদ গেল কেরলও| ২০২০ সালে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণকারী মন্ত্রক, দফতর, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের একটি তালিকা শুক্রবার প্রকাশ করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক| কিন্তু, ওই তালিকায় কেরলের নাম নেই| এরপরই ক্ষোভ প্রকাশ করে কেরলের আইন মন্ত্রী এ কে বালন বলেছেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেরলের ট্যাবলো বাদ দেওয়া হয়েছে|’
প্রসঙ্গত, শুক্রবার প্রকাশিত তালিকায় যে সমস্ত রাজ্যের নাম রয়েছে, সেই রাজ্যগুলি হল-অন্ধ্রপ্রদেশ, অসম, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মেঘালয়, ওডিশা, পঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং উত্তর প্রদেশ| নাম নেই পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরলের| পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও কেরল, এই তিন রাজ্যের ট্যাবলো বাদ পড়ায় ইতিমধ্যেই সুর চড়িয়েছেন বিরোধীরা|