নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসকে শুক্রবার দলের পক্ষ থেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়৷ এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন বলেন, উপযুক্ত ব্যক্তির হাতেই কংগ্রেসের ব্যাট তুলে দেওয়া হয়েছে৷ দলের সব গোষ্ঠীর নেতা কর্মীকে অতীতের বিভেদ ভুলে এগিয়ে এসে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা সমীর রঞ্জন বর্মন৷

সংবর্ধনা প্রদান করা হল প্রদেশ কংগেসের নব নিযুক্ত সভাপতি পীযুষ কান্তি বিশ্বাসকে৷ প্রদেশ কংগ্রেস ভবনের সন্মুখে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এইদিন প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়৷ একই সাথে এইদিন প্রদেশ মহিলা কংগ্রেস সহ প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন গুলির পক্ষ থেকেও প্রদেশ কংগ্রেসের নব নিযুক্ত সভাপতিকে সংবর্ধনা প্রদান করা হয়৷ উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্ষীয়ান কংগ্রেস নেতৃত্ব সমীর রঞ্জন বর্মণ, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা সহ অসংখ্য কংগ্রেস কর্মী সমর্থক৷ দলের কর্মী সমর্থকদের কাছ থেকে সংবর্ধনা পেয়ে আপ্লুত প্রদেশ কংগ্রেসের নব নিযুক্ত সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস৷ এইদিন বিভিন্ন ব্লক কংগ্রেস কমিটি গুলির পক্ষ থেকেও প্রদেশ কংগ্রেস সভাপতিকে সংবর্ধনা প্রদান করা হয়৷
প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্ষীয়ান কংগ্রেস নেতৃত্ব সমীর রঞ্জন বর্মণ প্রদেশ কংগ্রেসের নব নিযুক্ত সভাপতি পীযুষ কান্তি বিশ্বাসের হাতে পুস্প স্তবক তুলে দেন৷ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণ বলেন তিনি যখন বিধায়ক ছিলেন তখন ঞ্ছছড্ডজ্জ-র সভাপতি ছিলেন পীযুষ কান্তি বিশ্বাস৷ ধাপে ধাপে তিনি প্রথম সারিতে আসেন৷ বর্তমানে তিনি প্রাপ্য পদ পেয়েছেন৷ কিন্তু আরও অনেক আগে এই পদ ওনার পাওয়ার কথা ছিল৷ বিভিন্ন কারনে উপযুক্ত আসন পেতে ওনার বিলম্ব হয়েছে৷ তিনি আশা ব্যক্ত করেন নয়া প্রদেশ সভাপতির নেতৃত্বে ফের প্রদেশ কংগ্রেস নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যাবে৷

