সিএএ-বিক্ষোভ অব্যাহত দিল্লিতে, আটক শর্মিষ্ঠা-সহ কয়েকজন কংগ্রেস নেত্রী

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রাজধানী দিল্লিতে| সিএএ-র প্রতিবাদে শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনের কাছে বিক্ষোভ প্রদর্শন করেন মহিলা কংগ্রেসের নেত্রী-কর্মীরা| বিক্ষোভ-প্রদর্শনের সময় আটক করা হয়েছে কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়-সহ বেশ কয়েকজন কংগ্রেস নেত্রীকে|

যে কোনও ধরনের বিশৃঙ্খলা রুখতে সতর্ক রয়েছে দিল্লি পুলিশও| বিশেষ করে উত্তর-পূর্ব দিল্লির ১৪টি থানা এলাকার মধ্যে ১২টি থানা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে| আইন-শৃঙ্খলার দিকে নজর রাখতে ড্রোন নামানো হয়েছে| ফ্ল্যাগ মার্চও করেছে পুলিশ| সোশ্যাল মিডিয়ার দিকেও তীক্ষ্ণ নজর রয়েছে পুলিশের| উত্তর-পূর্ব দিল্লির নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে যুগ্ম পুলিশ কমিশনার অলোক কুমার জানিয়েছেন, ‘উত্তর-পূর্ব জেলায় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী করা হয়েছে, মোতায়েন রয়েছে সিআরপিএফ| ড্রোন নামানো হয়েছে, হিংসা রুখতে সতর্ক রয়েছে পুলিশ|’ সীলমপুর এলাকাতেও এদিন ফ্লার্গ মার্চ করেছে পুলিশ|