BRAKING NEWS

গুঞ্জন নেই, শোকস্তব্ধ গ্রাম

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৫ ডিসেম্বর৷৷ মোমবাতি নিয়ে খেলা করার সময় আগুনে ঝলসে যাওয়া আট বছরের শিশুর মৃত্যু হয়েছে জিবি হাসপাতালে৷ শনিবার রাতেই তার মৃত্যু হয়েছে৷ রবিবার দুপুরে ময়নাতদন্তের পর শিশুটির মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ আগরতলা জিবি হাসপাতাল থেকে মৃতদেহ শিশুটির গ্রামে নিয়ে গেলে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে৷


প্রসঙ্গত, শনিবার সকালে বিশালগড়থানাধীন ব্রজপুর কানাইবাড়ি এলাকায় ৮ বছরের শিশুকন্যা গুঞ্জন ভক্ত মোমবাতি নিয়ে খেলতে গিয়ে আগুন লেগে ঝলসে যায়৷ খবর পেয়ে বিশালগড় থেকে দমকলকর্মীরা ছুটে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে যান৷ জানা গেছে, নিজ বাড়িতেই মোমবাতি নিয়ে একা একা খেলা করছিল গুঞ্জন৷ হঠাৎই তার জামায় মোমবাতি থেকে আগুন লেগে যায়৷ তার চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন৷ আগুন নেভানো সম্ভব হলেও শিশুটির শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে যায়৷ দমকল কর্মীরা তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে দীর্ঘক্ষণ চিকিৎসকের জন্য অপেক্ষা করতে হয়েছে৷

জনৈক দমকল কর্মী জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে ছুটে গিয়ে ওই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছি৷ কিন্তু, প্রায় ঘন্টাখানেক বাদে চিকিৎসক আসেন হাসপাতালে৷ ফলে, দীর্ঘক্ষণ সময় ধরে শিশুটি যন্ত্রণায় ছটফট করেছে৷ ওই দমকল কর্মী জানিয়েছেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেছিলেন চিকিৎসকরা৷ কিন্তু, চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে গুঞ্জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *