নাগরিকত্ব সংশোধনীর বিলের পক্ষে সওয়াল রাউতের

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে প্রাক্তন জোট শরিক বিজেপির পাশেই দাঁড়াল শিবসেনা। কংগ্রেস যেখানে বিলটি বিরোধিতায় সরব। সেখানে বিলের পক্ষে সওয়াল সঞ্জয় রাউতের ।

নাগরিকত্ব সংশোধনী বিলটিকে সমর্থন করলেও কয়েকটি ধারা যুক্ত করার দাবি তুলেছেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। এদিন দিল্লিতে তিনি বলেন, ভারতের প্রতিবেশী দেশেগুলিতে বসবাসকারী শিখ এবং হিন্দুরা একেবারেই ভাল পরিস্থিতিতে নেই। তাদের জন্য নাগরিকত্ব সংশোধনী বিল একান্ত প্রয়োজন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘অমিত শাহ বলছেন অনুপ্রবেশকারীদের দেশছাড়া করা হবে। বিগত ছয় মাসে কতজন অনুপ্রবেশকারীকে ভারত ছাড়া করা হয়েছ, তার হিসাব দিতে হবে।’ নাগরিকত্ব সংশোধনী বিল থেকে বিজেপি কি নিজের জন্য ভোটব্যাঙ্ক তৈরি করতে চাইছে, সেই আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, প্রতিবেশী দেশ থেকে আসা অমুসলমানদের নাগরিকত্ব দিলেও আগামী ২৫ বছরের জন্য তাদের ভোটাধিকার থাকা উচিত নয়।

কাশ্মীরী পন্ডিতদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত করা হলে হিন্দু পন্ডিতেরা এখনও ক্যাম্পে বসবাস করছে। তাদের নিজভূমে ফেরানো উচিত।
উল্লেখ করা যেতে পারে সোমবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় পাশ নাগরিকত্ব সংশোধনী বিল। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ২৯৩। বিপক্ষে ৮২। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *