জন সম্পর্ক অভিযান শুরু করল ১০৩২৩ শিক্ষক সংগঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ অল ত্রিপুরা ১০৩২৩ ভিক্টিমাইজড শিক্ষক সংগঠনের উদ্যোগে রবিবার গোটা রাজ্যে জন সম্পর্ক অভিযান সংগঠিত করা হয়৷ এরই অঙ্গ হিসেবে সদর বিভাগের রাজধানী আগরতলা শহরের র্যালির সংগঠিত করা হয়৷

র্যালিটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিলে অংশ নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ১০৩২৩ শিক্ষক হতাশাগ্রস্থ৷ আজকের দিনেও কিছু কিছু শিক্ষক হতাশায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন৷ বিক্ষিপ্তভাবে কিছু সংখ্যক লোক কর্মসূচী নিচ্ছে৷ এই সংখ্যাটা খুবই ন্যায্য৷ সংগঠনের নেতৃত্বে বলেন, বর্তমান সরকারের উপর তারা আস্তাশীল রয়েছেন৷

তারা আশার আলো দেখছেন বলে দাবি করেন৷ সেই প্রতীক্ষাতেই তারা দিনাদিপাত করছেন৷ সরকার গঠনমূলক দৃষ্টিভঙ্গী নিয়ে ১০৩২৩ জন শিক্ষকের বিষয়টি বিবেচনা করবে বলে আশা ব্যক্ত করা হয়েছে৷ অল ত্রিপুরা ১০৩২৩ ভিক্টিমাইজ ও শিক্ষক সংগঠন পদের দাবি সনদ সরকারের কাছে তুলে ধরবে বলেও জানানেত্রা হয়৷