লন্ডন, ৩০ নভেম্বর (হি.স.): ধারালো ছুরি নিয়ে নিরীহ পথচারীদের উপর ঝাঁপিয়ে পঠল সন্ত্রাসবাদী| শুক্রবার দুপুরে (লন্ডনের স্থানীয় সময়) সেন্ট্রাল লন্ডনের ব্রিজে ছুরি-হামলায় প্রাণ হারিয়েছেন দু’জন পথচারী| এছাড়াও ৩ জন গুরুতর জখম হয়েছেন| পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আততায়ীর| প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার দুপুর দু’টো নাগাদ সেন্ট্রাল লন্ডনের ব্রিজের উত্তর দিকে পথচারীদের উপর ঝাঁপিয়ে পড়ে ওই আততায়ী| হাতে বিশাল ছুরি নিয়ে এলোপাথাড়ি চালাতে থাকে সে| ছুরির কোপে প্রাণ হারিয়েছেন দু’জন, এছাড়াও ৩ জন গুরুতর জখম হয়েছেন| তাঁদের শীরের বিভিন্ন অংশ কেটে গিয়েছে| পথচারীরাই আততায়ীকে মাটিতে ফেলে দিয়ে ছুড়ি কেড়ে নেয়| তারপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আততায়ীকে গুলি করে খতম করে|
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/07/crime-scene-tape-1024x576.jpg)
লন্ডন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সেন্ট্রাল লন্ডন ব্রিজে এলোপাথাড়ি ছুরির কোপে প্রাণ হারিয়েছেন দু’জন| হামলার পরই পুলিশের গুলিতে খতম হয়েছে আততায়ী| সন্দেহভাজন আততায়ীর নাম হল-২৮ বছর বয়সি উসমান খান| লন্ডন ব্রিজ হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়েছে পুলিশ| মেট্রোপলিটন পুলিশ অ্যাসিস্ট্যান্ট কমিশনার নীল বাসু জানিয়েছেন, শুক্রবার সেন্ট্রাল লন্ডনে ছুরি-হামলায় দু’জনের মৃত্যু হয়েছে| এছাড়াও ৩ জন জখম হয়েছেন| পুলিশের গুলিতে খতম হয়েছে সন্দেহভাজন আততায়ী| এই হামলা নিঃসন্দেহে জঙ্গি হামলা| মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আততায়ীর নাম উসমান খান (২৮)| পাকিস্তানের নাগরিক| ২০১২ সালে সন্ত্রাসী কার্যকলাপের দায়ে দোষীসাব্যস্ত উসমান ২০১৮ সালের ডিসেম্বর মাসে জেল থেকে ছাড়া পেয়েছিল| ২০১০ সালে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছিল উসমান এবং আরও ৮ জনকে| শুক্রবারের হামলার আগে উসমানের বাসস্থান ছিল উত্তর-পশ্চিম লন্ডন থেকে ১৫০ মাইল দূরে ইংল্যান্ডের স্ট্যাফোর্ডশায়ার এলাকায়|