কদমতলায় মারুতি-অটো মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত সাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজালেও পথ দুর্ঘটনা কিছুতেই হ্রাস পাচ্ছে না ত্রিপুরায়৷ প্রতিদিন কোথাও না-কোথাও সংঘটিত হচ্ছে মর্মান্তিক পথ দুর্ঘটনা৷ এ লব দুর্ঘটনায় অনেকের জীবনদীপ নিভে যাওয়ার পাশাপাশি অনেকে আবার জীবনের মতো পঙ্গু হয়ে ঘরে বসতে বাধ্য হচ্ছেন৷ এমনই এক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মোট সাতজন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে৷ ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন কদমতলা-ধর্মনগর জাতীয় সড়কের বড়গুল এলাকায়৷ আহতরা বর্তমানে ধর্মনগর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন৷

ঘটনার পর স্থানীয় পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে নিজেদের হেফাজতে নিয়েছে বলে খবর পাওয়া গেছে৷
ঘটনার বিবরণে প্রকাশ, গতকাল রাত অনুমানিক নয়টা নাগাদ বড়গুল এলাকায় টিআর ০৫ ২৫৩৪ নম্বরের যাত্রীবাহী একটি অটো রিকশা ধর্মনগর থেকে কদমতলা আসার পথে অপর দিক থেকে আগত টিআর ০২ ডি ০৬২২ নম্বরের মারুতি অলটো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে অল্টোর ধাক্কারয় যাত্রীবাহী অটোটি সড়কের ওপর দুমড়ে-মুচড়ে পড়ে৷ এ ঘটনায় আহত হয়েছেন সাত যাত্রী৷

তাঁরা বিজিতা নাথ (১৩), অবোধ নমশূদ্র (৪০), স্বপ্ণা নমশূদ্র (৩৫), সহদেব নমশূদ্র (১৯), বিভাস নাথ (২০), অসীম সূত্রধর (৩৪) এবং সুনির্মল নাথ (৪৫)৷ তাদের সকলের বাড়ি কদমতলা থানা এলাকায়৷
দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শী স্থানীয়রা তড়িঘড়ি প্রেমতলা দমকল বাহিনী এবং কদমতলা থানাকে খবর দেন৷ খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে রাস্তার উপর আহত অবস্থায় পড়ে থাকা মোট সাত যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে দেন৷ এ ব্যাপারে পুলিশের হাবিলদার জনৈক জিএম উদ্দিন জানান, দুটি বাহনের চালক যথাক্রমে শুভদীপ পাল ও আক্লাস উদ্দিন ওরফে আলমাসকে আটক করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *