![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/05/maharashtra.jpg)
মুম্বই, ২৬ নভেম্বর (হি.স.): একের পর এক মহা-নাটকের সাক্ষী থাকছে মারাঠা-ভূমি| এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন দেবেন্দ্র ফড়ণবিশ| মঙ্গলবারই মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন এনসিপি-র অজিত পওয়ার| গত শনিবার সকালে চুপিসারে রাজভবনে গিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বিজেপির দেবেন্দ্র ফড়ণবিশ এবং এনসিপি-র অজিত পওয়ার| সুপ্রিম কোর্টের নির্দেশে বুধবারই মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে দেবেন্দ্র ফড়ণবিশকে| আস্থাভোটের আগেই মঙ্গলবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন দেবেন্দ্র ফড়ণবিশ ও অজিত পওয়ার|
উপ-মুখ্যমন্ত্রী পদ থেকে অজিত পওয়ার ইস্তফা দেওয়ার পরই শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত জানিয়েছেন, আগামী পাঁচ বছরের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন উদ্ধব ঠাকরে| সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত জানিয়েছেন, ‘অজিত দাদা ইস্তফা দিয়েছেন এবং তিনি আমাদের সঙ্গেই রয়েছেন| আগামী পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রী হবেন উদ্ধব ঠাকরে|’ অজিত পওয়ার ইস্তফা দেওয়ার পর মঙ্গলবার বিকেলে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন দেবেন্দ্র ফড়ণবিশ| দেবেন্দ্র ফড়ণবিশ জানিয়েছেন, আমাদের সংখ্যাগরিষ্ঠতা নেই| তাই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি|