কলকাতা ও নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): ফের বাড়ল পেট্রোলের দাম। তবে, সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে অপরিবর্তিত ডিজেলের মূল্য। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির সোমবারের ঘোষণা অনুযায়ী, কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি ০.১২ পয়সা। এছাড়াও দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে লিটারে যথাক্রমে-০.১২ পয়সা, ০.১২ পয়সা এবং ০.১৩ পয়সা করে বেড়েছে পেট্রোলের মূল্য। ০.১২ পয়সা মূল্যবৃদ্ধির পর কলকাতায় লিটার পিছু পেট্রোলের দাম এখন ৭৭.৩৪ টাকা, দিল্লিতে ৭৪.৬৬ টাকা, মুম্বইয়ে ৮০.৩২ টাকা এবং চেন্নাইয়ে ৭৭.৬২ টাকা।
অন্যদিকে, অপরিবর্তিত ডিজেলের দাম। অপরিবর্তিত থাকার পর কলকাতায় ডিজেলের দাম ৬৮.১৪ টাকা, দিল্লিতে ৬৫.৭৩ টাকা, মুম্বইয়ে ৬৮.৯৪ টাকা এবং চেন্নাইয়ে ৬৯.৪৭ টাকা। মধ্যরাত থেকে এই বর্ধিত মূল্য কার্যকরী হয়েছে। সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে ডিজেলের দাম অপরিবর্তিত থাকলেও, পেট্রোলের মূল্যবৃদ্ধিতে মাথায় হাত মধ্যবিত্তের।