কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সকাশে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ রবিবার নয়াদিল্লীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ বেশ কয়েকটি বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে৷


জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উত্তর জেলার বিভিন্ন শিবিরে আশ্রিত মিজোরামের ব্রু শরণার্থীদের কিছু পরিবারকে রাজ্যে বসবাসের ব্যবস্থা করার বিষয়ে ব্যবস্থা গ্রহণের আবেদন রাখেন৷

তাছাড়া, রাজ্যে এনডিআরএফ এর জন্য অর্থ বরাদ্দ দেওয়া, টিএসআর জওয়ানদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা৷ তাছাড়া আসাম রাইফেলস ক্যাম্প স্থানান্তরের বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *