মুম্বই, ২৪ নভেম্বর (হি.স) : মহারাষ্ট্র নাটকে নতুন মাত্রা যোগ হল এনসিপি নেতা অজিত পওয়ারের টুইটে। রবিবার বিকেলে একটি টুইট করে তিনি লেখেন ‘আমি এনসিপির সঙ্গে ছিলাম এবং পরবর্তী সময়েও থাকব। শরদ পওয়ারই আমার নেতা। আমাদের বিজেপি-এনসিপি জোট আগামী পাঁচ বছর মহারাষ্ট্রের জনগণকে সুন্দর এবং সুস্থ সরকার দেবে।’ আর এই টুইট ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।
শনিবার সাংবাদিক বৈঠকে এনসিপির তরফ থেকে অজিত পওয়ারকে দল বিরোধী কাজের জন্য বহিষ্কারের কথা জানানো হয়। সূত্রের খবর, দলের এই সিদ্ধান্তে সায় দেন এনসিপি প্রধান শরদ পওয়ারও। তার ঠিক ২৪ ঘণ্টা পরে অজিতের এহেন টুইট ঘিরে তৈরি হয়েছে রহস্য। এই টুইটের আগেই অজিত পাওয়ার আরও একটি টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। আর এরপরেই শরদ পাওয়ারকে ‘নিজের নেতা’ বলে টুইটকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
মহারাষ্ট্রে সরকার গঠনের ক্ষেত্রে আস্থা ভোট আজ নয় বরং এই বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। দেবেন্দ্র ফড়ণবীসকে স্বস্তি দিয়ে রবিবারের বদলে আস্থা ভোটের সম্ভাবনা আগামীকাল। রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি সরকার গঠনের যে সম্মতিপত্র দিয়েছিলেন কেন্দ্রকে আগামীকাল তাও পেশ করার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।