রাঁচি, ১৭ নভেম্বর (হি.স.) : ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছাড়লেন রাজ্যের মন্ত্রী সরয়ু রায়। রবিবার নিজের ইস্তফাপত্র বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে পাঠিয়ে দেয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী রঘুবর দাসের বিরুদ্ধে জামশেদপুর পূর্ব কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হবেন বলে এদিন ঘোষণাও করেছেন তিনি। জামশেদপুর পূর্বের পাশাপাশি জামশেদ পশ্চিম কেন্দ্র থেকেও নির্বাচন লড়বেন বলে জানিয়েছেন তিনি। নিজের অনুগামীদের সঙ্গে আলোচনা করেই যে এই সিদ্ধান্ত তিনি নিয়েছে তা স্পষ্ট করে দেন সরয়ু রায়।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/03/bjp-logo-1.jpg)
উল্লেখ করা যেতে পারে জামশেদপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের দুইবারের বিধায়ক সরয়ু রায়কে এবার প্রার্থী করেনি বিজেপি। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে চতুর্থ তালিকা বিজেপি প্রকাশ করেছে। কিন্তু তাতে নিজের নাম না থাকায় দলের বিরুদ্ধে বিদ্রোহ করে বিজেপি ছাড়েন। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বিজেপির টিকিটের প্রয়োজন নেই। তাই দলকে চিন্তা মুক্ত করে দিলাম।