নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ জাতীয় প্রেস দিবসে রাজ্যের প্রবীণ সাংবাদিক সঞ্জীব দেবকে সংবর্ধনা দিল ত্রিপুরা সরকার৷ সাংবাদিকতার ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য সঞ্জীব দেবকে সংবর্ধনা দেওয়া হয়েছে৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/11/DSC_6531-1024x683.jpg)
শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বরিষ্ট সাংবাদিক সঞ্জীব দেবের হাতে সংবর্ধনাস্বরূপ শাল ও মানপত্র তুলে দেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ, রাজ্য সরকারের তথ্য ও সংসৃকতি দপ্তরের সচিব এম. এল. দে, অধিকর্তা রতন বিশ্বাস সহ অন্যান্যরা৷
প্রসঙ্গত, জাতীয় প্রেস দিবসে রাজ্য সরকারের তরফ থেকে একজন প্রবীন সাংবাদিককে প্রতিবছর সংবর্ধনা দেওয়া হয়৷ সঞ্জীব দেব রাজ্যের একজন বরিষ্ট সাংবাদিক৷ দক্ষতা ও সুনামের সাথে এই পেশায় রয়েছেন৷ বর্তমানে তিনি নর্থইস্ট কালার্স সংবাদপত্রের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন৷