ক্ষমতার লোভে জোট করেছে কংগ্রেস-শিবসেনা, দাবি অনিলের

আম্বালা(হরিয়ানা), ১৬ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে একযোগে কংগ্রেস ও শিবসেনার বিরুদ্ধে তোপ দাগলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ। মতাদর্শগত ভিন্নতা থাকা সত্বেও মূলত ক্ষমতা লোভে দুই দল জোট করেছে বলে দাবি করেছেন তিনি।

শনিবার অনিল ভিজ জানিয়েছেন, ক্ষমতার লোভ তাদের (কংগ্রেস-শিবসেনা) মুখোশ খুলে দিয়েছে। মতাদর্শগত ভিন্নতা থেকে বরাবর একেঅপরের বিরুদ্ধে রাজনীতি করে গিয়েছে কংগ্রেস ও শিবসেনা। এখন এই দুই দল জোট বাঁধছে।

রাফাল প্রসঙ্গে রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দেগে অনিল ভিজ জানিয়েছেন, কিছু সময়ের জন্য দেশকে বিভ্রান্ত করেছে রাহুল গান্ধী। মিথ্যা কথা বলার কারখানা হচ্ছে এই কংগ্রেস নেতা। কখন সঠিক তথ্য তুলে ধরেননি তিনি।

উল্লেখ করা যেতে পারে শিবসেনাকে সরকার গড়ার ক্ষেত্রে সমর্থন জানাতে সম্মত হয়েছে এনসিপি-শিবসেনা জোট। ন্যূনতম কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। এই রাজনৈতিক প্রক্রিয়ার বিরুদ্ধে তোপ দেগেছেন অনিল ভিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *