রাজ্যে এলেন জাস্টিস কুরেশি, হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ আজ রাজ্যে এসেছেন জাস্টিস অকিল কুরেশি৷ আগামীকাল তিনি ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন৷ সকাল এগারটায় রাজভবনে ত্রিপুরার রাজ্যপাল রমেশ বাইস তাঁকে শপথবাক্য পাঠ করবেন৷ ত্রিপুরা হাইকোর্টের পঞ্চম প্রধান বিচারপতি হিসেবে তিনি আগামীকাল দায়িত্বভার গ্রহণ করবেন৷


আজ দুপুরে জাস্টিস অকিল কুরেশি আগরতলায় এসে পৌছান৷ আগরতলায় এসেই তিনি ত্রিপুরা হাইকোর্ট পরিদর্শন করেন৷ সেখানে তিনি বিচারপতি সুভাশিষ তলাপাত্র এবং বিচারপতি অরিন্দম লোধের সাথে পরিচিত হন৷ পাশাপাশি তিনি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল সহ অন্যান্য জুডিশিয়াল আধিকারিকদের সাথে দেখা করেন৷ ওই সময় ত্রিপুরা হাইকোর্টে অনেক বরিষ্ঠ আইনজীবীরা তাঁর সাথে দেখা করেন ও সৌজন্য বিনিময় করেন৷


ত্রিপুরা হাইকোর্ট সূত্রে জানা গেছে, জাস্টিস কুরেশির সাথে তাঁর পরিবারের সদস্য সহ বহু আত্মীয়-স্বজন মিলিয়ে মোট ৩৬ জন অতিথি ত্রিপুরায় এসেছেন৷ তাঁদের মধ্যে গুজরাট ও বোম্বে হাইকোর্টের ৮ জন বিচারপতি রয়েছেন৷ তাঁরা সকলেই আগামীকাল জাস্টিস কুরেশির ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার মুহূর্তের স্বাক্ষী হয়ে থাকবেন৷ ওই অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য এবং বিরোধী দলের বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে৷ এছাড়াও ত্রিপুরা পুলিশের শীর্ষ আধিকারিক এবং বিএসএফ, সিআরপিএফ, অসম রাইফেলস-র পদাধিকারীরাও আমন্ত্রিত ওই অনুষ্ঠানে৷ সাথে ত্রিপুরার বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *