যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত শিশু দিবস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর ৷৷ বৃহস্পতিবার ১৪ নভেম্বর রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় শিশু দিবস পালন করা হয়৷ বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এ উপলক্ষ্যে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিশু দিবসের রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়৷ শিশু দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা৷


১৪ নভেম্বর আন্তর্জাতিক শিশু দিবস৷ শিশুদের অধিকার রক্ষার তাগিদে গোটা বিশ্বে দিবসটি পালন করা হয়৷ রাজ্যেও এদিন যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শিশু দিবস পালন করা হয়৷ রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে৷ বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত আন্তর্জাতিক শিশু দিবসের উদ্বোধন করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা বলেন, প্রত্যেক শিশুর বেঁচে থাকার অধিকার রয়েছে৷ শিশুদের অধিকার রক্ষায় আইনও রয়েছে৷ সমাজকল্যাণ মন্ত্রী বলেন, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ৷ তিনি প্রত্যেক শিশুর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন৷ মন্ত্রী শ্রমতি চাকমা আরও বলেন, প্রত্যেক শিশুর মধ্যে প্রতিভা লুকিয়ে আছে৷

এই প্রতিভার বিকাশ ঘটাতে হবে৷ এজন্য অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুযোগটিকে হিসেবে গড়ে তুলতে না পারলে ‘এক ত্রিপুরা, শ্রেষ্ট ত্রিপুরা গড়ে তোলা সম্ভব হবে না৷ এদিন দিন কন্যা সন্তানদের প্রতি যত্নবান হতে সমাজের সকল অংশের জনগণের প্রতি আহ্বান জানান৷ কন্যা ভ্রুন হত্যা সম্পর্কে সচেতন থাকার জন্যও তিনি সকলকে অনুরোধ জানিয়েছেন৷ সমাজকল্যাণ মন্ত্রী বলেন, কন্যা সন্তান সুরক্ষার জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছে৷ এসব প্রকল্পের সুযোগ গ্রহণ করতেও তিনি আহ্বান জানিয়েছেন৷ শিশু দিবসের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ অরুণোদয় সাহা শিক্ষা দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *