নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.): ‘চৌকিদার চোর হ্যায়’-রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ভাষাতেই আক্রমণ করতে শোনা গিয়েছিল তত্কালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে| এই স্লোগান দিয়েই বিপাকে পড়েছিলেন বর্তমান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী| এমনকি সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে নিজের বক্তব্য জুড়ে দিয়ে রাহুল বলেছিলেন, ‘এবার সুপ্রিম কোর্টও মেনে নিল, চৌকিদার চুরি করেছেন|’
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/10/Supreme-Court.jpg)
এই নিয়েই রাহুলের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিলেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি| মীনাক্ষীর মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ নোটিস পাঠিয়ে রাহুলের কাছ থেকে লিখিত জবাব চেয়েছিল| লিখিত বিবৃতি দিয়ে রাহুল আদালতে জানান-‘রাজনৈতিক প্রচারের উত্তেজনা’-তেই ভুল করে ফেলেছেন তিনি|
বৃহস্পতিবার বিজেপি নেত্রী মীনাক্ষী লেখির অবমাননা মামলা বন্ধ করে দিল সুপ্রিম কোর্ট| একইসঙ্গে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে সুপ্রিম কোর্টের পরামর্শ, ‘ভবিষ্যতে আরও বেশি সতর্ক থাকতে হবে রাহুল গান্ধীকে|’ মীনাক্ষী লেখির অবমাননা মামলা বন্ধ হয়ে যাওয়ায় আপাতত স্বস্তিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী|