ইসলামাবাদ, ৯ নভেম্বর (হি.স.) : রাম মন্দির না বাবরি মসজিদ, এই বিতর্ক দীর্ঘদিনের। সুপ্রিম কোর্টের রায়ে সেই বিতর্কে আপাতত দাঁড়ি পড়ল। তবে এই রায় নিয়ে বিশেষ মাথাব্যাথা তৈরি হয়েছে পাকিস্তানের। সকাল থেকেই মন্ত্রী-আধিকারিকরা বিভিন্ন ধরনের মন্তব্য করে চলেছেন।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/10/pak-army.png)
এদিন রায় ঘোষণার পর ট্যুইট করেন পাক সেনার মুখপাত্র আসিফ গফুর। বিভিন্ন সময় ভারত-বিরোধী কড়া মন্তব্য করার অভ্যাস তাঁর অনেকদিনের। যে কোনও ইস্যুতেই ট্যুইট করতে দেখা যায় তাঁকে। অযোধ্যা মামলাও তার ব্যতিক্রম নয়।
সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, অযোধ্যার বিতর্কিত জমি দেওয়া হবে হিন্দুদের বা মন্দির পক্ষকে। আর অন্যত্র ৫ একর জমি পাবেন মুসলিমরা। ভারতের শীর্ষ আদালতের এই সিদ্ধান্তে বেজায় চটেছে মুসলিম রাষ্ট্র পাকিস্তান। নিজের ট্যুইটার হ্যান্ডেলে আসিফ গফুর লিখেছেন, ‘বাবরি মসজিদের রায়ে চরমপন্থী ভারতের কুৎসিত মুখ আরও একবার বিশ্বের সামনে এল।’ শনিবারই কর্তারপুর করিডরের উদ্বোধন করা হয়েছে। সেই উদাহরণ টেনে আসিফ গফুর বলেন, ‘পাকিস্তান অন্য ধর্মকে সম্মান জানাতে কর্তারপুর করিডর খুলে দিচ্ছে।’
একইভাবে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাসুদ কুরেশি। শনিবার অযোধ্যা মামলার রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের এই রায়কে ঘিরে প্রশ্ন তুলেছেন তিনি। তিনি বলেন, অযোধ্যায় ওই স্থানটি প্রাচীন কাল থেকে ধার্মিক স্থান। শনিবার রায় ঘোষণার পর গণমাধ্যমে তিনি বলেন, আদালতের এই রায় মুসলিম সম্প্রদায়কে দমন করা হয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয় এই রায়ের বিষয়ে বিস্তারিত আলোচনা ও অনুধাবনের পর এই প্রতিক্রিয়া ঘোষণা করল। তিনি বলেন, এই রায় কি এদিনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় শীর্ষ আদালতে এই মামলার দীর্ঘ শুনানি চলার পর বিতর্কিত এই মামলার রায় ঘোষণা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।