![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/10/Encounter.jpg)
নয়াদিল্লি, ৪ নভেম্বর(হি.স.) : সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির রোহিনীতে বিজেপি সাংসদ তথা সংগীত শিল্পী হংসরাজ হংসের দফতরের বাইরে হামলা চালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে এদিন সন্ধে ৬টা নাগাদ। তাঁর দফতর লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
সূত্রের খবর, হামলার সময় সাংসদের দফতর বন্ধ ছিল। দুষ্কৃতীরা এসেছিল একটি গাড়িতে চেপে। হংসরাজের দফতর লক্ষ্য করে গুলি চালিয়ে, দ্রুত তারা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, রোহিনীর ডিসিপি এস ডি মিশ্র জানান, হামলাকারীদের পরনে ছিল পায়জামা ও গেরুয়া কুর্তা। গুলি চালিয়ে তারা চিত্কার করে বলতে থাকে, সাংসদের সঙ্গে তাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল। কিন্তু, বিজেপি সাংসদ অফিসেই আসেননি। এর পরেই তারা গাড়িতে উঠে পালিয়ে যায়। যদিও, আর একটি সূত্র বলছে, গাড়িতে করে একজনই এসেছিল। বয়স পঞ্চাশের আশপাশে। গুলি চালিয়ে সে পালিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দিল্লি পুলিশের উচ্চপদস্থ কর্তারা। কে বা কারা এই হামলা চালাল, পুলিশের কাছে তা এখনও স্পষ্ট নয়। হামলাকারীদের শনাক্ত করতে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।