![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/10/Govt-of-India.jpg)
ব্যাংকক, ৪ নভেম্বর (হি.স.) : রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি) তে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারত। দেশের কৃষক এবং দেশীয় শিল্পকে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার।
দেশীয় শিল্পকের রক্ষা করাকে বিশেষ গুরুত্ব দিয়ে তুলনামূলক ভাবে উন্নত দেশগুলির এই সম্মেলনে এই চুক্তি থেকে পিছু হটেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল এই চুক্তি করলে বিদেশে নির্মিত পণ্য বিশেষ করে চিনের তৈরি সস্থা পণ্যে ভারতীয় বাজার ছেয়ে যাবে। ফলে লোকসানের মুখ দেখতে হবে দেশীয় উদ্যোগপতিদের। সেই আশঙ্কা থেকেই এই চুক্তি থেকে পিছু হটল ভারত সরকার।
বিদেশমন্ত্রকের প্রাক্তন সচিব বিজয় ঠাকুর জানিয়েছেন, প্রস্তাবিত চুক্তিটি ন্যায়সঙ্গত ভাবে কতটা ভারসাম্য বজায় রাখছে সেটাও বিবেচনা করে দেখেছে ভারত। বর্তমান আর্থিক পরিস্থিতির দিকে নজর রেখে এই চুক্তি থেকে বিরত থাকল মোদী সরকার। প্রধানমন্ত্রীর বক্তব্যকে ব্যাখ্যা করে তিনি জানিয়েছেন, এই চুক্তি হলে ভারতের সাধারণ মানুষের রুজি-রুটির উপর নেতিবাচক প্রভাব পড়বে। মহাত্মা গান্ধীর বাণী উল্লেখ করে তিনি জানিয়েছেন কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সমাজের একেবারে প্রান্তিক মানুষদের কথা ভাবা উচিত। চুক্তিটি সম্পাদন না করে মহাত্মা গান্ধীর সেই আদর্শকেই পূরণ করেছে কেন্দ্র। এদিন প্রধানমন্ত্রী জানিয়েছেন আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী ভারত।
উল্লেখ করা যেতে পারে এর আগে এই চুক্তিকে সই না করার জন্য কেন্দ্রের কাছে অনুরোধ করে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি। ভারত সহ ১৬টি দেশের মধ্যে এই চুক্তি সম্পাদন করার কথা ছিল।
সূত্রে থেকে জানা গিয়েছে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে এই চুক্তি ভারসাম্য বজায় রাখতে ব্যর্থ হয়েছে। চুক্তির পেছনে মূল ভাবনাকে অবহেলা করা হয়েছে। ভারতের তরফ থেকে ব্যক্ত করা বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়নি। রাষ্ট্র হিতের বিরুদ্ধে গিয়ে কাজ করতে পারবে না ভারত। চুক্তি না করে ভারত নিজের কৃষিক্ষেত্রকে রক্ষা করেছে।