নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.): গ্রেফতার হয়েও স্বস্তি পেলেন আম আদমি পার্টির বিধায়ক অখিলেশ পি ত্রিপাঠি-সহ তিনজন| ২০১৩ সালের দাঙ্গা মামলায় একাধিকবার সমন ও পরোয়ানা পাঠানো সত্ত্বেও, আদালতে হাজিরা দেননি আপ বিধায়ক অখিলেশ পি ত্রিপাঠি এবং আরও দু’জন| শুক্রবারই অখিলেশকে হেফাজতে নেওয়া হয়| গ্রেফতার হওয়ার পরই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের আর্জি জানান অখিলেশ| রাউস অ্যাভিনিউ আদালত অখিলেশের জামিনের আবেদন মঞ্জুর করেছে| এছাড়াও আরও দু’জনকে জামিন মঞ্জুর করেছে রাউস অ্যাভিনিউ আদালত| ২০১৩ সালের দাঙ্গা মামলায় ২৫,০০০ টাকার নিশ্চয়তায় অখিলেশ এবং আরও দু’জনকে জামিন মঞ্জুর করেছে রাউস অ্যাভিনিউ আদালত|
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/10/Court-Hammer.jpg)
শেষ শুনানির দিন, গত ৩০ অক্টোবর আদালতে হাজিরা না দেওয়ায় অখিলেশ এবং আরও দু’জনের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়| এরপর শুক্রবার অখিলেশকে গ্রেফতার করার পর বিশেষ সিবিআই আদালতের বিচারপতি অজয় কুমার কুহার এজলাসে তোলা হয়| রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের আবেদন জানালে, অখিলেশ-সহ তিনজনের জামিনের আবেদন মঞ্জুর হয়েছে| প্রসঙ্গত, দিল্লি পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ায় আপ বিধায়ক অখিলেশ-সহ ১৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল|