নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ রাজধানীর মহারাজগঞ্জ বাজারস্থিত স্টার হোটেল থেকে এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার৷ মৃত যুবতীর নাম জায়া মজুমদার৷ বয়স আনুমানিক ৩৫ বছর৷ পিতার নাম জিতেন্দ্র মজুমদার৷

বাড়ি পশ্চিম প্রতাপগড় এলাকায়৷ হোটেলের ১০৪ নম্বর কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করে মহিলা থানার পুলিশ৷ মৃত যুবতী গত ১৭ অক্টোবর থেকে এই হোটেলে থাকতেন বলে জানা গেছে৷ এটি হত্যা না আত্মহত্যা৷ এবিষয়ে তদন্তে নেমেছে পুলিশ৷
হোটেল থেকে যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এর পেছনে প্রকৃতপক্ষে কি রহস্য আত্মগোপন করে রয়েছে তা অবিলম্বে বের করার জন্য জোরালো দাবি উঠেছে৷ রাজধানীর হোটেলগুলিতে পুলিশের নজরদারিতে ঘাটতি ঘিরেও জনমনে ক্ষোভ বিরাজ করছে৷

