BRAKING NEWS

রোজভ্যালি মামলায় নবান্নে চিঠি পাঠালো সিবিআই

কলকাতা, ১৬ অক্টোবর (হি.স.) : রোজভ্যালি কান্ড নিয়ে ফের নড়েচড়ে বসল সিবিআই। বুধবার নবান্নে গিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা মুখ্যসচিব রাজীব সিনহা-কে চিঠি দেন বলে সূত্রের খবর। পাশাপাশি অর্থ দফতরের অফিসার অন স্পেশাল ডিউটি বা ওএসডি-কে চিঠি দিয়ে আগামী ১৮ অক্টোবর হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  ওইদিন সিজিও কমপ্লেক্সে হাজির দিতে বলা হয়েছে তাঁকে। যদিও নবান্নের তরফে এখনও কিছু জানা যায়নি।

২০১২ সাল নাগাদ জমি নিয়ে রোজভ্যালি সংস্থার বিভিন্ন কারবারে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা কী ছিল? সেটাই খতিয়ে দেখতে চায় সিবিআই। অর্থাৎ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আতস কাচের তলায় এখন রোজভ্যালির ব্যবসায় রাজ্য সরকারের ভূমিকাও।  

সূত্রের খবর, রোজভ্যালি মামলায় এখনও পর্যন্ত যে সমস্ত ফাইল অসম্পূর্ণ, তার নথিপত্র যাচাই করতে পারেন তদন্তকারী অফিসাররা। আরও বেশকিছু নথি জমা দিতে বলা হয়েছে।

সিবিআই-এর অভিযোগ, পুলিশের কাছে বার বার চেয়েও রোজভ্যালি মামলার বিভিন্ন নথি ও ফাইল এখনও তাদের হাতে আসেনি। ফাইল ও নথি চেয়ে বার বার চিঠি পাঠানো হয়েছে রাজ্য পুলিশকে। কিন্তু রাজ্য পুলিশের তরফে কোনও সদুত্তর মেলেনি। রাজ্য পুলিশ তাদের সঙ্গে কোনওরকম সহযোগিতা করেনি।

সারদা ও রোজভ্যালি মামলাতে এর আগে রাজ্য পুলিশের এডিজি-সিআইডি তথা প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে তলব করেছিল সিবিআই। কিন্তু তিনি গরহাজির ছিলেন। সারদার মামলায় তাঁর যোগসাজশের অভিযোগ হাইকোর্ট মেনে না-নেওয়ায় রোজভ্যালির মামলায় তাঁর ভূমিকা নিয়ে অভিযোগ তোলা হয়। ১৩ সেপ্টেম্বর হাইকোর্টে বিচারপতি মধুমতি মিত্রের বেঞ্চ রাজীব কুমারের আবেদন খারিজ করার পর থেকে প্রায় অন্তরালে চলে যান রাজীববাবু। ২৫ সেপ্টেম্বর তাঁর ছুটি শেষ হলেও তিনি অনুপস্থিত থাকেন ভবানী ভবনে নিজের অফিসে। এর পর এই ঘটনারও নাটকীয় নানা বদল হয়। এর মধ্যেই নবান্নে ফের সিবিআই চিঠি পাঠাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *